promotional_ad

সবধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন জার্ভিস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কাইল জার্ভিস। এই পেসারের অবসরের বিষয়টি একটি টুইট বার্তায় নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। মূলত টানা ইনজুরির ধকল আর শারীরিক অসুস্থতার কারণে ক্রিকেট ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


এর আগে ২০১৩ সালে কোলপাক চুক্তিতে নাম লেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। যদিও ২০১৭ সালে সেই চুক্তি শেষ করে আবারও জিম্বাবুয়ের ক্রিকেটে ফেরেন তিনি। তবে ক্যারিয়ার লম্বা করতে পারেননি তিনি। 


promotional_ad

২০০৯ সালে জিম্বাবুয়ের হয়ে অভিষেক হওয়া এই পেসার ১৩টি টেস্ট, ৪৯টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তিনি নিয়েছেন ১৩২ উইকেট। কদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন এই পেসার। এরপর ম্যালেরিয়া ও টিক ফিভারের কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি।


এ কারণে চলতি বছরের শুরুতেই জার্ভিস জানিয়েছিলেন আগামী ৬ মাস তিনি ক্রিকেট থেকে দূরে থাকবেন। যদিও এবার ক্রিকেটকেই না বলে দিয়েছেন এই পেসার। ২০২০ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে সর্বশেষ খেলেছিলেন জার্ভিস।


জিম্বাবুয়ের ১০ উইকেটের ব্যবধানে হারা ম্যাচে উইকেট শূন্য ছিলেন তিনি।  এরপর ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছিলেন ডানহাতি এই পেসার। জার্ভিস বিদায় বেলায় জানিয়েছেন নিজের সিদ্ধান্তের জন্য তিনি তৃপ্ত। অবসরের পর নিজের গাড়ির ব্যবসা ও রেস্টুরেন্ট নিয়েই থাকতে চান তিনি।


জার্ভিস বলেন, 'আমি দুটো থেকেই সেরে উঠেছি। আমি প্রতিদিনই অনুশীলন করেছি। জিমে গিয়েছি, ফুটবল খেলেছি অথবা দৌড়েছি। আমি কখনও ভাবিনি এই পর্যায়ে কখনও খেলতে পারবো না। মনকে বিশ্বাস করতে বলেছিলাম আমি পারবো। কিন্তু আমি আমি আমার সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট।'


তিনি আরও বলেন, 'আমার গাড়ি আমদানি-রফতানির ব্যবসা রয়েছে এবং জিম্বাবুয়েতে আমার গাড়ির ডিলারশিপের ব্যবসা আছে। আমি একটি রেস্টুরেন্ট শুরু করছি। কোভিডের এই পরিস্থিতিতে রেস্টুরেন্ট শুরু করা পাগলামি কিন্তু আমি আশাবাদী এটা করতে পারবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball