ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)

সানিকে ইট ছুঁড়ে মেরে আবারও আলোচনায় সাব্বির

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:50 বুধবার, 16 জুন, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

আবারও বিতর্কে জড়িয়েছেন সাব্বির রহমান। এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের স্পিনার ইলিয়াস সানিকে ইট ছুঁড়ে মেরে আলোচনায় এসেছেন তিনি। বুধবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে বিকেএসপির তিন নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে মাঠে নেমেছিল শেখ জামাল।

ডিএইসকএসকে তারা ১২১ রানের লক্ষ্য দিয়েছিল। সেই সময় ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করা সানিকে মাঠের বাইরে থেকে ইট ছুঁড়ে মারেন লেজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটসম্যান সাব্বির। এই ঘটনায় ক্ষিপ্ত হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কতৃপক্ষ।

ইতোমধ্যে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস বরাবর লিখিত অভিযোগ করেছে তারা। ডিপিএলের এই দলটি সিসিডিএম চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী এনাম বরাবর চিঠি পাঠিয়ে সাব্বিরের শাস্তি চেয়েছে। এই ঘটনার সত্যতা ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন সিসিডিএম এর সদস্য সচিব আলী হোসেন।

তিনি বলেছেন, 'আমাদের কাছে এখনও বিস্তারিত আসেনি। বিস্তারিত আসলে বলতে পারবো। চিঠি পাঠাতে পারে কিন্তু আমি দেখিনি এখনও। ঘটনা একটা ঘটেছে এটা শুনেছি আমি।'

এদিকে সিসিডিএমকে পাঠানো অভিযোগের চিঠিতে শেখ জামাল লিখেছে, 'অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি যে, অদ্য ১৬ জুন ২০২১ তারিখে বিকেএসপি এর ৩নং মাঠে লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব এর মধ্যকার খেলা চলাকালীন সময়ে লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড- এর খেলোয়াড় জনাব মোহাম্মদ ইলিয়াসকে লিজেন্ডস অব রূপগঞ্জ এর খেলোয়াড় জনাব সাব্বির রহমান রুম্মন মাঠের বাহির হতে বিনা কারনে উপুর্যপরি ইট ছুড়ে মারেন।'

চিঠিতে তারা আরও উল্লেখ্য করেছে, 'অকথ্য ভাষায় গালিগালাজ ও উচ্চস্বরে বর্ণ বৈষম্য মূলক আচরণ করে বলেন যে, ওই কাইল্যা, কাইল্যা, কাইল্যা ইলিয়াস। যাহা একজন প্রফেশনাল ক্রিকেট খেলোয়াড় হিসেবে এহেন আচরণ অশোভনীয়ই নয়, শাস্তিযোগ্য অপরাধও বটে। এমতাবস্থায়, জনাব সাব্বির রহমান রুম্মন এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জনানো যাচ্ছে।'

যদিও এই ঘটনার বিষয়টি উড়িয়ে দিয়েছেন সাব্বির। তিনি ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন, 'কি বলেন এগুলো। আমার সাথে তার খেলাই ছিল না। উনি আমার বড় ভাইয়ের মতো। তার সাথে আমি কেন এমন করবো আমি একজন জাতীয় ক্রিকেটার।'

অবশ্য এই ঘটনার প্রেক্ষিতে সানি বলেছেন, 'আমি কাছেই ফিল্ডিং করছিলাম। রূপগঞ্জের প্লেয়াররা তখন বাস থেকে নেমেছে। তাদের সাথে সাব্বিরও নামে। তখন সাব্বির আমাকে পেছনে থেকে 'কালো, কালো' বলে ক্ষেপাচ্ছিলো। আমি সেটাকে এড়িয়ে গেছি। এরপর সাব্বির আমাকে ইট ছুড়ে মেরেছে।'