রশিদের সেরা তিনে কোহলি-উইলিয়ামসন-বাবর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন রশিদ খান। বল হাতে দারুণ সময় পার করা এই আফগান স্পিনার। বিশ্বের নামীদামী সব ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরানো এই স্পিনার বর্তমান সময়ের সেরা তিন ব্যাটসম্যান বেছে নিয়েছেন।
তাঁর এই তালিকায় রয়েছেন বিরাট কোহলি, কেন উইলিয়ামসন ও বাবর আজম। এই তিনজনের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা হয়েছে রশিদের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কেন উইলিয়ামসনের সঙ্গে একই দলে খেলার সুযোগ হয়েছে তাঁর। খুব কাছ থেকে তাদের দেখার কারণে সেরা ক্রিকেটার বেছে নিতে বেশি বেগ পেতে হয়নি রশিদকে। তবে তাদের মধ্যে থেকে একজনকে বেছে নেয়া বেশ মুশকিল বলেই জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রশিদ বলেছেন, ‘আমার পক্ষে এটা বলা খুবই মুশকিল (কে বিশ্বসেরা) কিন্তু এতে সন্দেহ নেই বিরাট কোহলি, কেন উইলিয়ামসন এবং বাবর আজম বিশ্বমানের ক্রিকেটার। তারা তাদের শট এবং ক্ষমতা সম্পর্কে জানে। তাদের ইনিংস শুরু এবং শেষ করার ধরন রয়েছে যা আমি পছন্দ করি।’
কিউই অধিনায়ক উইলিয়ামসন আইসি???ি টেস্ট র্যাঙ্কিংয়ে আছেন শীর্ষ স্থানে। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করেছেন এর ডানহাতি ব্যাটসম্যান। ওয়ানডে ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
আর এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ভারতীয় অধিনায়ক কোহলি। তিনি ওয়ানডেতে ৫৯.০৭ গড়ে রান করেছেন ১২ হাজারের উপরে। পিএসএলের এবারের আসরে পাঁচ ম্যাচ খেলে রশিদের শিকার সাত উইকেট। যেখানে এক ম্যাচেই পাঁচ উইকেট নিয়েছিলেন এই আফগান সুপার স্টার।
সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন আট নম্বরে। তবে তিনি সব ম্যাচেই ছিলেন দারুণ মিতব্যায়ী। তিনি এখনও পর্যন্ত টুর্নামেন্ট সেরা ৫.৪৫ ইকোনোমিতে বোলিং করেছেন। আসরে তার দল সাত ম্যাচ খেলে জিতেছে পাঁচটিতে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে আছে দ্বিতীয় স্থানে। টুর্নামেন্ট জুড়েই মিডল ওভারগুলোতে মিতব্যায়ী বোলিং করেছেন তিনি। যা দলের জন্যও কার্যকরী হয়েছে।