promotional_ad

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের নিউজিল্যান্ড স্কোয়াডে কনওয়ে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ডাবল সেঞ্চুরি করে সাদা পোশাকের ক্রিকেটে স্বপ্নের মতো শুরু করেন ডেভন কনওয়ে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসেও খেলেছেন ৮০ রানের দারুণ এক ইনিংস। রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করে দেয়ার সঙ্গে পরিচয় দিচ্ছেন টেস্ট ক্রিকেটে নিজের দক্ষতার।


ইংলিশদের বিপক্ষে এমন পারফররম্যান্সের ফলও পাচ্ছেন হাতে নাতে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ঘোষিত নিউজিল্যান্ডের স্কোয়াডে জায়গা পেয়েছেন কনওয়ে। মঙ্গলবার টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।


promotional_ad

কনওয়েকে দলে রাখার পাশাপাশি স্পেশালিস্ট স্পিনার হিসেবে এজাজ প্যাটেলকে দলে রেখেছে দেশটির ক্রিকেটে বোর্ড। এজবাস্টন টেস্টে ৪ উইকেট নেয়ার ফলে তাঁকে দলে রাখা হয়েছে। ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট না খেললেও ফাইনালের স্কোয়াডে রয়েছেন কেন উইলিয়ামসন ও বিজে ওয়াটলিং।


ইংল্যান্ড সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন ডাগ ব্রেসওয়েল, জ্যাকব ডাফি, ড্যারিল মিচেল, রাচিন রাভিন্দ্রা ও মিচেল স্যান্টনার। এদিকে শেষ টেস্টে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলার সুবাদে দলে জায়গা ধরে রেখেছেন উইল ইয়ং।


আগামী ১৮ জুন থেকে মাঠে গড়াচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম আসর। সাউদাম্পটনে শুরু হতে যাওয়া ফাইনাল চলবে ২২ জুন পর্যন্ত। এ ছাড়া আবহাওয়ার কথা মাথায় রেখে ফাইনালের জন্য রাখা হয়ে একদিন রিজার্ভ ডে। ফাইনাল খেলতে ইতোমধ্যে ইংল্যান্ড পৌঁছেছে ভারত।


স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, কলিন ডে গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগন্যার, বিজে ওয়াটলিং, উইল ইয়ং।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball