দেশের ক্রিকেট

করোনা মুক্ত হলেন ইমরুল

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 00:09 সোমবার, 07 জুন, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

করোনা মুক্ত হয়েছেন ইমরুল কায়েস। রবিবার করোনা পরীক্ষায় তিনি পজিটিভ প্রমাণিত হয়েছেন। সুস্থ হওয়ার খবরটি ক্রিকফ্রেঞ্জিকে এই ওপেনার নিজেই নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে গড়ানোর আগে ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২৮ মে একাধিক ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হলে পজিটিভ আসেন ইমরুল।

প্রথম দফায় পজিটিভ আসার পর দ্বিতীয় দফায় আবার নেগেটিভ প্রমাণিত হন বাঁহাতি এই ব্যাটসম্যান। ২৯ মে আরও কয়েকবার করোনা পরীক্ষা করেছিলেন ইমরুল। যেখানে ৪ বারের মধ্যে তিনবার পজিটিভ আসেন তিনি।

ফলে ডিপিএলের প্রথম তিন রাউন্ডেখেলা হয়নি ইমরুলের। ডিপিএলের এবারের আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন ইমরুল। তাকে ছাড়া দলটির পারফরম্যান্সও গড়পড়তা। 

ইতোমধ্যে তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে শেখ জামাল। বাকি দুই ম্যাচেই হার দেখেছে দলটি। ইমরুল ফিরলে দলটির টপ অর্ডার আরও বেশি শক্তিশালী হবে।