পাকিস্তান ক্রিকেট

আমিরকে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চান ওয়াসিম আকরাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:27 সোমবার, 24 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

প্রচণ্ড মানসিক নির্যাতন, অসহনীয় চাপ ও দলে বৈরি পরিবেশের সঙ্গে টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন মোহাম্মদ আমির। অবসরের পর বেশ কয়েকটি সাক্ষাৎকারে বারবার পাকিস্তান ক্রিকেটের দিকে আঙুল তুলেছেন তিনি।

এ ছাড়া অবসরের সময় পাকিস্তানের সাবেক এই পেসার জানিয়েছিলেন, বর্তমান টিম ম্যানেজমেন্টের অধীনে খেলা সম্ভব নয়। এই টিম ম্যানেজমেন্টে পরিবর্তন আসলেই কেবল দলে ফিরবেন তিনি। এদিকে চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দলে আমিরকে চান ওয়াসিম আকরাম।

এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘আমি খুবই অবাক হয়েছি কারণ আমির অনেক অভিজ্ঞ বোলার এবং টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা। ব্যক্তিগতভাবে আমি মনে করি টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দলে তাঁর থাকা উচিত। বিশ্বকাপে মতো ইভেন্টে আপনার অভিজ্ঞ বোলারদের দরকার যারা তরুণ বোলারদের পরামর্শ ও দিকনির্দেশনাও দিতে পারে।’

২০১৯ সালে মাত্র ২৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন আমির। মূলত ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মনোযোগি হতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন বাঁহাতি এই পেসার। টেস্ট ক্রিকেট বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ানোতে সমালোচনা শুনতে হয়েছিল আমিরকে।

যদিও বিষয়টিকে সহজভাবে দেখছেন পাকিস্তানের সাবেক পেসার আকরাম। তিনি মনে করেন, আমির যদি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেয় তবে এটি তাঁর একেবারেই ব্যক্তিগত ব্যাপার। এটিকে অপরাধ হিসেবে না দেখার পরামর্শ দিয়েছেন তিনি।

আকরাম বলেন, ‘অন্যান্য খেলোয়াড়রা একই কাজ করেছে তবে তাদের সম্পর্কে কেউ কিছু বলে না। তাহলে আমির কেন? আমি মনে করি যদি তাকে অন্য ফরম্যাটের জন্য পাওয়া যায় তবে তার পাকিস্তানের হয়ে খেলা উচিত।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। ইংলিশদের বিপক্ষে সিরিজ দিয়ে মিসবাহি উল হক ও বাবর আজমদের বিশ্বকাপের দল গোছানোর পরামর্শ দিয়েছেন আকরাম। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হলে পাকিস্তানের বাড়তি সুযোগ দেখছেন তিনি।