ক্রিকেট পাকিস্তান

সমালোচকদের গোনায় ধরছেন না মিসবাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:23 বৃহস্পতিবার, 13 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে দল ভালো পারফর্ম করেছে। দল হিসেবে পারফর্ম করেই সফল পাকিস্তান। টানা কয়েক সিরিজ জয়ের পর যেন মিসবাহ-উল-হকের কণ্ঠেও বাড়তি আত্মবিশ্বাসের সুর। পাকিস্তানের প্রধান কোচের জানালেন, সমালোচকরা কেবল নিজেদের সময়ই নষ্ট করছে। তাদের নিয়ে এতটুকুও ভাবনা নেই তার।

এক সঙ্গে পাকিস্তানের প্রধান কোচ এবং নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন মিসবাহ। তখন থেকেও যেন সমালোচনা তার বড় সঙ্গী। দলের পারফরম্যান্স ভালো ছিল না। সমালোচনার মুখেই নির্বাচকের দায়িত্ব ছাড়েন তিনি।

গত কয়েকমাসে সেই চিত্র বদলেছে গল্প। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন সংস্করণেই সিরিজ জিতেছে পাকিস্তান। এরপর প্রোটিয়া সফরে গিয়েও সীমিত ওভারের দুটি সিরিজ জিতে নেয় সফরকারীরা।

যদিও আইপিএলে অংশ নেয়ার কাওরনে সেরা দলকে পায়নি দক্ষিণ আফ্রিকা। তবে রেকর্ড বই স্বাক্ষ্য দেবে পাকিস্তানের সাফল্যেরই। পরে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর দুই টেস্টে পাকিস্তান পায় বড় জয়।

এমন পরিস্থিতিতে সমালোচকদের উড়িয়ে দিয়ে মিসবাহ বলেন, 'আমরা কেবল কঠোর পরিশ্রমই করতে পারি। ফলাফল আমাদের হাতে নেই। কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ ভাবিনি, এখন ভাবতে শুরু করার কোনো ইচ্ছেও নেই। যারা আমার সমালোচনা করে, তারা নিজেদেরই সময় নষ্ট করছে। কে সমালাচনা করল, সেসব নিয়ে আমার একটুও ভাবনা নেই।'

“ অনেক সময়ই অনেক ক্রিকেটার দলীয় কম্বিনেশনের কারণে জায়গা পান না। ফাওয়াদ যখন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছিল, জাতীয় দলের মিডল অর্ডার তখন থিতু ছিল। আমার মতে, বয়স কখনোই গুরুত্বপূর্ণ নয়। কোনো পারফরমার উপযুক্ত হলে তাকে সুযোগ দেওয়া উচিত।”