নিউজিল্যান্ড ক্রিকেট

অবসরের পর কোচ হবার পরিকল্পনা ওয়াটলিংয়ের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:27 বুধবার, 12 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেয়ার ঘোষণা দিয়েছেন বিজে ওয়াটলিং। অবসরের পর কোচিং পেশাকেই বেছে নেবেন বলেও জানিয়েছেন নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটসম্যন।

কিউদের হয়ে ২০০৯ সালে অভিষেক ঘটে ওয়াটলিংয়ের। এরপর দেশটির অন্যতম সফল উইকেটরক্ষক তিনি। নিউজিল্যান্ডের হয়ে উইকেটের পিছনে দাড়িয়ে করেছেন ২৫৭ টি ডিসমিশাল এবং ৮টি স্ট্যাম্পিং।

৭৩ টেস্টে করেছেন ৩ হাজার ৭৭৩ রান। যার মধ্যে ছিল ১৯টি হাফ সেঞ্চুরি এবং ৮টি সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেই গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আর জানিয়েছেন, কোচিং পেশা নিয়েই তার লম্বা পরিকল্পনা।

এ প্রসঙ্গে ওয়াটলিং বলেন, 'অবসরের পর আমি কোচই হতে চাই। এর পরের ৬ মাস আমি শুধু পরিবারকে সময় দিতে চাই। এ ছাড়া আমি আরো দেখতে চাই খেলা ছাড়ার পর আমার হাতে আর কি কি রাস্তা খোলা থাকে।'

৩৫ বছর বয়সে অবসরের ঘোষণা দেয়ার কারণ হিসেবে করোনার মতো কঠিন পরিস্থিতিতে পরিবারকে সময় দেয়াই মূল বিষয় বলে জানিয়েছেন ওয়াটলিং। তবে তার শরীর এখনো খেলার মতো ফিট রয়েছে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে ওয়াটলিং বলেন, 'সত্যি বলে না। আমার শরীর এখনো যথেষ্ট ফিট। কয়েক বছর আগে আমি বলেছিলাম আমার শরীর এখনো অনেক বছর খেলা চালিয়ে যাবার সমর্থন দেবে এবং এখনও আমি যথেষ্ট ফিট।'

তিনি আরো বলেন, 'আমি মনে করি এখানে আরো বেশ কিছু কারণ রয়েছে। তার মধএয প্রধান কারণটি হলো পরিবারকে সময় দেয়া। এই কঠিন পরিস্থিতি বাসায় থেকে আপনজনকে সময় দেয়াটাই আমার কাছে মুখ্য।'