promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ সফরেই অবসর ভেঙে ফিরছেন ডি ভিলিয়ার্স!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এবি ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রায় ৩ বছর। ২০১৮ সালে ৩৪ বছর বয়সে অবসরে গেলেও ২০১৯ বিশ্বকাপের আগ থেকে গুঞ্জন শুরু হয় আবারও দক্ষিণ আফ্রিকার জার্সিতে ফিরবেন তিনি। কিন্তু সেই গুঞ্জন আর সত্যি হয়নি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন মার্ক বাউচার জানিয়েছিলেন, টুর্নামেন্ট শেষে এবি'র সঙ্গে বসবেন তারা।


এবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধাণ নির্বাহী গ্রায়েম স্মিথ জানালেন, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেই জাতীয় দলে দেখা যেতে পারে ডি ভিলিয়ার্সকে। তবে শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে। কারণ ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যানকে ঘিরেই বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছে আফ্রিকা।


promotional_ad

ডি ভিলিয়ার্স ছাড়াও ইমরান তাহির আর ক্রিস মরিসকেও টি-টোয়েন্টি দলে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন স্মিথ। সব ঠিক থাকলে হয়তো জুনে ক্যারিবিয়ান দ্বীপেই প্রত্যাবর্তন হতে পারে এই তিনজনের। যেখানে দুটি টেস্ট আর পাঁচটি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা।


স্মিথ বলেন, 'এবি'র বিষয়টা ভিন্ন। যেহেতু সে অবসর নিয়েছে তাই ওকে অবসর ভেঙে ফিরতে হবে। এই বিষয়ে আমাদের আলোচনা চলছে। আর বাকি দুজন হচ্ছে ফ্রি এজেন্ট। ওরা সব সময়ই আছে।'


'পুরো বিশ্বে টি-টোয়েন্টি লিগ খেলে বেড়াচ্ছে। আর অভিজ্ঞতা অর্জন করছে। যেটা বিশ্বকাপে আমাদের বেশি প্রয়োজন। এই প্রক্রিয়াতে ওয়েস্ট ইন্ডিজ অনেক বেশি সফল হয়েছে। আমরাও হয়তো এই পথেই হাঁটতে পারি' আরও যোগ করেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক।


ভারতে অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই ডি ভিলিয়ার্সকে সেই সুযোগটা দিতে চায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তবে করোনার কারণে ভারত থেকে বিশ্বকাপ সরে যেতে পারে আরব আমিরাত অথবা অস্ট্রেলিয়ায়। কিন্তু তাতেও ডি ভিলিয়ার্সকে ফেরাতে পিছু হটছে না প্রটিয়ারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball