আইপিএল

তিন মাসের জন্য মাঠের বাইরে স্টোকস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:13 শুক্রবার, 16 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচেই ক্যাচ ধরতে গিয়ে আঙুলের হাড় ভেঙেছে বেন স্টোকসের। এই চোট তাকে তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে।

সেই আঙুলে অস্ত্রোপচারও করাতে হচ্ছে তাকে। এই চোটের কারনে অন্তত জুলাই পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে এই ইংলিশ অলরাউন্ডারকে।

পাঞ্জাব কিংসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় লং অনে ক্রিস গেইলের ক্যাচ নিতে গিয়ে হাতে আঘাত পান স্টোকস। যদিও মাঠ ছেঁড়ে না উঠে ফিল্ডিং চালিয়ে যান তিনি। এরপর ব্যাটিংয়েও নেমেছিলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।

এই চোটের কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা হচ্ছে না স্টোকসের। সেই সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও অনিশ্চিত এই অলরাউন্ডার।

সবকিছু ঠিক থাকলে আগামি জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরতে পারেন স্টোকস। 

এই চোটের কারণে বেশ কিছু ঘরোয়া ম্যাচও হাতছাড়া হবে তাঁর। তবে জুলাইয়ের মাঝামাঝি ডারহামের হয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে দেখা যেতে পারে তাকে। 

যদিও ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের শুরু থেকেই তাকে পাওয়া যাবে বলে আশাবাদী তাঁর দল নর্দান সুপার চার্জার্স।