দক্ষিণ আফ্রিকা ক্রিকেট

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার ভাবনায় ডি ভিলিয়ার্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:12 শুক্রবার, 16 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৮ সালের মে মাসে সবাইকে চমকে হঠাৎই দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এবি ডি ভিলিয়ার্স। তবে মাঝে বেশ কয়েকবারই গুঞ্জন ওঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফিরছেন তিনি। এমনকি শোনা যাচ্ছিলো অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেই ফিরবেন সাবেক এই ব্যাটসম্যান।

কিন্তু করোনার কারণে সেই বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় সমর্থকদের স্বপ্নে ধুলো জমেছে। তবে চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারণে আবারও কথা ওঠছে ডি ভিলিয়ার্সের ফেরা নিয়ে। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার ভাবনায় রয়েছেন ডি ভিলিয়ার্স! দেশটির প্রধান কোচ মার্ক বাউচারের কথাতে এমনই ইঙ্গিত মিলেছে।

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ভারতে রয়েছেন ডি ভিলিয়ার্স। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন ডানহাতি এই বিধ্বংসী ব্যাটসম্যান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে আসার আগে বাউচারের সঙ্গে দেখা করেছেন ডি ভিলিয়ার্স।

তাঁদের দুজনের আলোচনার কথা জানিয়েছেন বাউচার নিজেই। এক সাক্ষাৎকারে দেশটির এই প্রধান কোচ জানিয়েছেন, ডি ভিলিয়ার্স আইপিএলে পারফর্ম করতে চায় এবং নিজেকে প্রমাণ করতে চায় যে সে বিশ্ব ক্রিকেটের এখনও গুরুত্বপূর্ণ একজন। সেই সঙ্গে আইপিএল শেষে তারা আবারও কথা বলছেন বলে জানান তিনি।

এ প্রসঙ্গে বাউচার বলেন, ‘আইপিএল খেলতে যাওয়ার আগে আমি তার সঙ্গে আড্ডা দিয়েছিলাম। আলোচনাটি এখনও খোলামেলা। এবি এমন একজন ব্যক্তি যে আইপিএলে ভালো পারফর্ম করতে চায়। নিজেকে প্রমাণ করতে চায় যে সে এখনও বিশ্ব ক্রিকেটের গুরত্বপূর্ণ একজন।’

তিনি আরও বলেন, ‘সে যে কোনো পর্যায়ে আধিপত্য বিস্তার করতে পারে। আমি তাকে বলেছিলাম যে যাও তুমি তোমার কাজ করো। আইপিএল শেষে তোমার সঙ্গে আবার কথা হবে। আমরা এখন পর্যন্ত এই পর্যায়ে রয়েছি।’

এর আগে কুইন্টন ডি কক জানিয়েছিলেন, দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার পথে ছিলেন ডি ভিলিয়ার্স। এ প্রসঙ্গে ডি কক বলেছিলেন, ‘সে অবশ্যই ফেরার পথে ছিলেন। যদি ফিট থাকতেন, আমি এবি ডি ভিলিয়ার্সকে দলে পেতে চাইতাম। আমার মনে হয়, যেকোনো দলই তাকে চাইবে। আমরা তার জন্য জোর চেষ্টা করছিলাম। আর এখন আমাদের দেখতে হবে, টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে হয়।’