আইপিএল

বাটলারকে কেন ওপেনিং করাচ্ছে না রাজস্থান, ব্রডের প্রশ্ন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:22 মঙ্গলবার, 13 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরের মতো এবারও রাজস্থান রয়্যালসের হয়ে ওপেনিং করছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। পাঞ্জাব কিংসের বিপক্ষে এবার প্রথম ম্যাচে কোনো রান না করেই ফিরেছেন স্টোকস। আর ৪ নম্বরে নেমে মাত্র ২৫ রান করে আউট হয়েছেন জস বাটলার।

এই ম্যাচে রাজস্থান হেরেছে ৪ রানের ব্যবধানে। এই ম্যাচের পর ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড প্রশ্ন তুলেছেন, কেন বাটয়ালারকে ওপেনিংয়ে খেলাচ্ছে না রাজস্থান। এমনকি তাকে উইকেটরক্ষকের ভূমিকাতেও দেখা যাচ্ছে না। স্টোকসকে মিডল অর্ডারে খেলিয়ে বাটলারকে ওপেনিংয়ে খেলালে দলটি লাভবান হবে বলে মনে করেন ব্রড।

তিনি বলেছেন, 'জস বাটলার কেন ওপেনিং করছে না বা উইকেটকিপিং করছে না? আমি কি কিছু ভুল বলেছি? সে বিশ্বের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান। সে ইংল্যান্ডের হয়ে এই দায়িত্ব পালন করেছে। ঘরোয়াতে সে কেন এটা করবে না?'

রাজস্থানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৪ রানের ব্যবধানে হার মানতে হয়েছে সাঞ্জু স্যামসনের দলকে। তাঁর ব্যাট থেকেই এসেছে সর্বোচ্চ ১১৯ রানের ইনিংস। তাঁর এই ৬৩ বলের ইনিংসটি সাজানো ছিল ৭টি ছক্কা এবং ১২টি চারে। 

শুধু ব্রডই নন এই ম্যাচে বাটলার ওপেনিং না করায় অবাক হয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনও। তিনি টুইটারে লিখেছেন, 'জস বাটলার ওপেনিং করছে না। রাজস্থান রয়্যালস তোমরা কি ভাবছো?' রাজস্থানের ব্যাটিং অর্ডার নিয়ে হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলেও।