আইপিএল

ম্যাক্সওয়েলের আন্তর্জাতিক ক্যারিয়ার বদলে দিয়েছে আইপিএল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:52 মঙ্গলবার, 13 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিয়মিত আকর্ষণ গ্লেন ম্যাক্সওয়েল। এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন এই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। প্রথম ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তাঁর ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৩৯ রানের ইনিংস।

ম্যাক্সওয়েল জানিয়েছেন, আইপিএলই বদলে দিয়েছে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০১৪ আইপিএলের পরই উপমহাদেশের বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি পেয়েছিলেন ম্যাক্সওয়েল। এর ফলে উপমহাদেশের মাটিতে খেলা টি-টোয়েন্টি, ওয়ানডে এমনকি টেস্ট দলেও ডাক পান তিনি। এই অজি অলরাউন্ডার মনে করেন তাঁর ক্যারিয়ারে অনেক বড় অবদান রয়েছে আইপিএলের।

তিনি বলেছেন, 'আইপিএলের কারণে আমি অনেক উপকৃত হয়েছি। এটা আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারকে তাত্পর্যপূর্ণ করে তুলেছে। সেই সময় আমি ভারতীয় কন্ডিশনে নিজেকে মেলে ধরেছিলাম। ২০১৪ আইপিএল হয়েছিল দুবাইয়ের মাটিতে এবং আমি সেখানে দারুণ পারফর্ম করতে পেরেছিলাম।'

২০১৪ আইপিএলের পরই অস্ট্রেলিয়া দলে বাড়তি গুরুত্ব পেতে থাকেন ম্যাক্সওয়েল। এ প্রসঙ্গে তিনি বলেন, 'এরপর উপমহাদেশের বিশেষজ্ঞ হওয়ার কারণে আস্ট্রেলিয়ায় আমার গুরুত্ব বেড়ে যায়। এটা আমাকে কিছু ওয়ানডে এবং টেস্টের সফরেও জায়গা করে দেয়। সম্ভবত আইপিএলে এমন পারফরম্যান্স না করলে আমি এখানে সুযোগ পেতাম না।'

প্রথম আইপিএলে শচিন টেন্ডুলকারের সঙ্গে মন খুলে কথা বলার সুযোগ পেয়েছিলেন ম্যাক্সওয়েল। এটা তাকে অনেক অনুপ্রাণিত করেছে বলেও জানিয়েছেন এই অজি তারকা। এ ছাড়া প্রতিটি আইপিএলেই অনেক অভিজ্ঞতা অর্জন করা যায় বলে বিশ্বাস তাঁর।

ম্যাক্সওয়েল বলেন, 'আমার এখনও মনে আছে আমি আমার প্রথম আইপিএলে শচিন টেন্ডুলকারের সঙ্গে কথা বলছিলাম। আমি অস্ট্রেলিয়ান হয়েও তাঁর সঙ্গে মজা করছিলাম। আমার মনে হয়েছিল সে এটা পছন্দ করেছে। তিনি যেভাবে আমার সঙ্গে মন খুলে কথা বলেছিলেন সেটা দুর্দান্ত ছিল। আপনি প্রতিবছর আইপিএল খেলতে এসে অনেক অভিজ্ঞতা অর্জন করবেন।'