আইপিএল

ধাওয়ান-পৃথ্বির কাছে পাত্তাই পেলো না ধোনির চেন্নাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:41 শনিবার, 10 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে শুভ সূচনা পেয়েছে দিল্লি ক্যাপিটালস। মূলত শিখর ধাওয়ান এবং পৃথ্বি শর ব্যাটে ভর করেই এই বড় পেয়েছে ঋষভ পান্তের দল।

১৮৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ১৩৮ রান যোগ করেন শ এবং ধাওয়ান। ব্যক্তিগত ৭২ রানে ডুয়াইন ব্রাভোর বলে সুইপার কভারে মঈন আলীর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। 

এরপর অধিনায়ক পান্তকে নিয়ে ভালোই এগোচ্ছিলেন ধাওয়ান। তবে ব্যক্তিগত ৮৫ রানে শার্দুল ঠাকুরের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন। 

৫৪ বলের এই ইনিংসে ২টি ছক্কা এবং ১০টি চার মেরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। শেষ দিকে গিয়ে মার্কাস স্টইনিশ আউট হয়েছেন ১৪ রান করে। অবশ্য পান্ত ম্যাচ শেষ করে এসেছেন ১২ বলে ১৫ রান করে। 

এর আগে টসে হেরে ব্যাট করতে নামে চেন্নাই। শুরুটা একেবারেই ভালো হয়নি দলটির। তারা দলীয় ৭ রানের মধ্যেই হারায় দুই ওপেনার ফাফ ডু প্লেসি এবং ঋতুরাজ গায়কোয়াদকে। 

ডু প্লেসিকে রানের খাতাই খুলতে দেননি দিল্লির পেসার আভেষ খান। আর ঋতুরাজকে ফিরিয়েছেন ক্রিস ওকস। এরপর মঈন আলী এবং সুরেশ রায়নার ব্যাটে বিপর্যয় সামাল দিয়েছে চেন্নাই।

এই দুজনে তৃতীয় উইকেট জুটিতে ৫৩ রান যোগ করেন। মঈন ৩৬ রান করে ফিরে গেলেও রায়না উইকেটে থেকে প্রমাণ করেছেন তিনি কেন আইপিএলের সেরা ব্যাটসম্যান।

তাঁর ব্যাটিং দেখে একবারও মনে হয়নি আইপিএলের গত আসরে তিনি ছিলেন না। উইকেটের চারপাশে শট খেলা রায়নার ৩৬ বলে ৫৪ রানের ইনিংস সমাপ্তি হয়েছে রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে।

এর আগে অবশ্য দ্রুত ২৩ রান যোগ করে ফেরেন আম্বতি রাইডু। শেষ দিকে এসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন চেন্নাই দলপতি মহেন্দ্র সিং ধোনি। তিনি রানের খাতা খোলার আগেই ইন সাইড এজ হয়ে বোল্ড হন আভেষের বলে।

বাকি সময়টা দেখেশুনে খেলে চেন্নাইকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন স্যাম কারান এবং জাদেজা। এই দুজনের ৫১ রানের জুটি ভেঙেছে ইনিংসের শেষ বলে।

কারানের ব্যাট থেকে এসছে ১৫ বলে ঝড়ো ৩৪ রান। আর জাদেজা অপরাজিত ছিলেন ১৭ বলে ২৬ রান করে।