এনসিএল ২০২১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বঙ্গবন্ধু এনসিএল

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 18:04 বৃহস্পতিবার, 01 এপ্রিল, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

দেশের ক্রিকেটে আবারও করোনাভাইরাসের থাবা। মাত্র দুই রাউন্ড মাঠে গড়ানোর পরই স্থগিত হয়ে গিয়েছে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসর। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মাঠে গড়াবে না এনসিএলের কোন ম্যাচ।

বৃহস্পতিবার শেষ হয়েছে দ্বিতীয় রাউন্ডের খেলা। এরপরই টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা আসে। ঢাকা বিভাগের ম্যানেজার ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্য সচিব আলি হোসেন ক্রিকফ্রেঞ্জিকে এনসিএল স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আলি হোসেন বলেন, ‘হ্যা, করনার কারণে এবারের জাতীয় লিগ আপাতত স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবি। অনির্দিষ্টকালের জন্যই স্থগিত হচ্ছে টুর্নামেন্ট। আবার শুরু হলে এখান থেকেই শুরু হবে।’

মূলত দেশে হঠাৎ করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ক্রিকেটারদের আর্থিক দিক বিবেচনা করে শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)।

মহামারির ঊর্ধ্বমুখী প্রাদুর্ভাবের মাঝেও টুর্নামেন্ট মাঠে রাখার যথেষ্ট চেষ্টা করেছিল বিসিবি। এর মাঝে এনসিএলের বেশ কয়েকজন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ার খবরে অবশেষে স্থগিতের সিদ্ধান্তই নিয়েছে বিসিবি।

গত ২২ মার্চ শুরু হয় এনসিএল। ভেন্যু তালিকায় ছিল ঢাকা, খুলনা, বিকেএসপি, রাজশাহী, বরিশাল, রংপুর ও কক্সবাজার। করোনার কারণে শুধু কক্সবাজার ও বিকেএসপিতে টুর্নামেন্ট চালিয়ে নিচ্ছিল বিসিবি। কিন্তু করোনার হানায় অবশেষে এনসিএল স্থগিত হয়েই গেল।