ক্রিকফ্রেঞ্জি লাইভ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য আইপিএলে সাকিব

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 21:13 শনিবার, 20 মার্চ, 2021

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন সাকিব আল হাসান। নিজের ফেরার সিরিজে খেলতে নেমে ওয়ানডেতে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। ওয়ানডে সিরিজের ইনজুরি নিয়ে টেস্টে নামলেও প্রথম ম্যাচে আবারও চোটে পড়েন সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

ফলে ক্যারিবীয়দের বিপক্ষে সাদা পোশাকের সিরিজে খেলা হয়নি তাঁর।ইনজুরি ও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে চলমান নিউজিল্যান্ড সফরে থেকে ছুটি নেন তিনি।

এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো মৌসুম খেলতে শ্রীলঙ্কা বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছুটি নিয়েছেন তিনি। এ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা-সমালোচনা হয়েছে। তবে ঠিক কি কারণে দেশের ক্রিকেট ছেড়ে আইপিএল খেলবেন সেটা নিয়ে ধোঁয়াশা ছিল।

অবশেষে ক্রিকফ্রেঞ্জির লাইভে এসে বিষয়টি খোলাসা করেছেন তিনি। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘দেখুন আসলে আমরা যদি শ্রীলঙ্কার সঙ্গে সময় মতো খেলতাম তাহলে এই পরিস্থিতি আসত না। আগেই সিরিজ হয়ে যেত। করোনার কারণে তা হয়নি।'

'এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে, আমরা তলানিতে আছি। দুইটা ম্যাচ খেললে যদি জিতিও আমরা ফাইনাল খেলব তা না। আর ৬-৭টা ম্যাচ আমাকে ছাড়াই খেলেছে। এগুলা খেলোয়াড় তৈরির সুযোগ। তরুণরা সুযোগ পাবে। এছাড়া বছরের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে যেটা অনেক বড় ইভেন্ট।'

'বড় ভাবে দেখলে আইপিএল খেলে নিজেকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে। এই কারণেই এই সিদ্ধান্ত নেয়া। আমি যখন বিসিবিকে চিঠি দিয়েছি তখন তারা চিঠিটা পরেনি। আমার চিঠিতে লেখা ছিল না যে আমি এই সময় টেস্ট খেলব না। আমি টেস্ট খেলব না এটা চিঠিতে উল্লেখ করা নেই।'

আমার ধারণা আমি যে লেটার টা (ছুটি চেয়ে) দিয়েছি সেটা আকরাম ভাই ঠিকমতো পড়েননি। বারবার যে আকরাম ভাই বলছে যে আমি টেস্ট খেলতে চাই না, আমার দেওয়া লেটারে এমনটা কোথাও লিখিনি। আমি টেস্টের কথা বলিনি। আমি লেটারে লিখেছি যে আমি এই সময়ে আইপিএল খেলতে চাই। সেসময় টেস্ট না থেকে অন্যকিছুও থাকতে পারত।’

২০২১ আইপিএলের নিলাম থেকে সাকিবকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। দুই কোটি রুপি ভিত্তিমূল্যে নিলাম থেকে এই অলরাউন্ডারকে ৩ কোটি ২০ লক্ষ রুপিতে দলে নেয় দুইবারের আইপিএল চ্যাম্পিয়নরা। এর আগে ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত কলকাতার হয়ে খেলেছিলেন তিনি।