আইপিএল

‘দেশ রেখে আইপিএল খেললে বেতন কেটে নাও’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:28 মঙ্গলবার, 09 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সময় যতো বাড়ছে আন্তর্জাতিক ক্রিকেটে দিনদিন বাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রভাব। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট চলাকালীন দেশের খেলা বাদ দিতেও কেউ কেউ দ্বিতীয়বার ভাবছেন না। এই স্রোতে গা ভাসিয়েছে ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার। মে-জুনে হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন ১৩ জন তারকা ইংলিশ ক্রিকেটার ব্যস্ত থাকবেন আইপিএলে।

অবশ্য এতে বোর্ডের পক্ষ থেকে সবুজ সংকেতও পেয়েছেন তাঁরা। আইপিএলের পুরো মৌসুম খেলার জন্য বেন স্টোকস-জফরা আর্চারদের ছেড়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দেশের খেলার আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে প্রাধান্য দেয়ায় ইসিবি ও ক্রিকেটারদের সমালোচনা করেছেন জেফ বয়কট। দেশের খেলা রেখে আইপিএল খেললে ক্রিকেটারদের বেতন কাটার পরামর্শও দিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বয়কট বলেন, ‘অবশ্যই আমি কখনোই চাই না ওদের (ক্রিকেটার) উপার্জন বন্ধ করতে। তবে সেই উপার্জন কোনোভাবেই ইংল্যান্ডের ম্যাচ বাদ দিয়ে হতে পারে না। বাজি ধরে বলতে পারি, আইপিএলের সময় কোনো ক্রিকেটারকেই দেখবেন না তাদের পরিবার, স্ত্রী, বান্ধবী, বাচ্চাদের মিস করছে বলে টুর্নামেন্ট ত্যাগ করতে। ইংল্যান্ডের খেলার সময় যদি ক্রিকেটাররা বিরতি চায়, তাদের বেতন কেটে নাও। পুরো সিরিজ খেলতে রাজি না হলে তাকে দলে না নেওয়া হোক।’

ইংল্যান্ডের হয়ে খেলার কারণেই যে আইপিএলে সুযোগ পাচ্ছে ইংলিশ ক্রিকেটাররা- সেই কথাও মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘ক্রিকেটাররা মনে হয় ভুলে যায় যে, ইংল্যান্ডের হয়ে পারফর্ম না করলে আইপিএলের ডাক আসত না। কাজেই কৃতজ্ঞতা ও আনুগত্য প্রকাশের জন্য তাদের উচিত ইংল্যান্ডের হয়ে খেলাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া।’

শুধু আইপিএল নয়, ক্রিকেটারদের বিশ্রাম দিতে ইসিবির নেয়া রোটেশন পলিসিরও কঠোর সমালোচনা করেছেন বয়কট। এই পলিসির কারণে পূর্ণ শক্তির দল ছাড়া খেলতে নেমে ইংলিশরা টেস্টে সিরিজে উড়ে গেছে ভারতের কাছে। তাই রোটেশন পলিসি ব্যবহারের সিদ্ধান্তকে মেরুদণ্ডহীন বলে আখ্যায়িত করেছেন এই ক্রিকেট ধারাভাষ্যকার।

তিনি বলেন, ‘খুবই ফালতু পথে ইংলিশ ক্রিকেট পরিচালনা করা হচ্ছে। তাদের সবার উচিত লজ্জিত ও বিব্রত হওয়া। রোটেশন পলিসি অনুসরণ করে ভারতে ভজকট পাকিয়ে ফেলেছে ইংল্যান্ড। এমন মেরুদণ্ডহীন উপায়ে ক্রিকেটারদের সামলানো অবশ্যই বন্ধ করতে হবে।’