ইনজুরিতে মৌসুম শেষ সোয়েপসনের!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সদ্য সমাপ্ত বিগ ব্যাশের শেষের দিকে ঘাড়ে ব্যথা পেয়েছিলেন মিচেল সোয়েপসন। ফলে কুইন্সল্যান্ডের হয়ে তাসমানিয়ার বিপক্ষে ম্যাচ ও মার্শ কাপের ম্যাচগুলো খেলা হয়নি তাঁর। পরবর্তীতে স্ক্যান করা জানা গেছে তিনি ঘাড়ের চোটে পড়েছেন। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার ঘরোয়া মৌসুমের পুরোটাই খেলা হচ্ছে না তাঁর
অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ব্যাটসম্যান ও কুইন্সল্যান্ডের স্পোর্ট সায়েন্স অ্যান্ড মেডিসিন ম্যানেজার মার্টিন জানিয়েছেন, সোয়েপসনের চোটটি একটু অন্য রকম। যে কারণে চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে মার্টিন বলেন, ‘উদাহরণস্বরুপ এটি স্পিনারদের জন্য সাধারণ ইনজুরি নয়। অস্ট্রেলিয়ার পেসারদের ঘাড়ের চোট নিয়ে প্রচুর তথ্য রয়েছে। কিন্তু মিচের (মিচেল সুয়োপসন) চোটটি একেবারে পরিষ্কার নয়।’
‘আমরা তার পুনর্বাসন পরিচালনার জন্য মিচ এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব। অনেক সফল বোলারকে তাদের ক্রিকেট ক্যারিয়ারে স্ট্রেস ফ্র্যাকচার মোকাবেলা করতে হয়েছিল। বলে আমরা আশাবাদী, এই মামলা তুলনামূলকভাবে সহজ প্রমাণিত হয়েছে।’
এই মৌসুমে কুইন্সল্যান্ড, ব্রিসবেন হিট ও অস্ট্রেলিয়ার হয়ে ২৬০ ওভার বল করেছেন সোয়েপসন। যা আগের মৌসুমের তুলনায় ৩০ ওভার বেশি। এর আগে ২০১৮-১৯ মৌসুমে তিন ফরম্যাট মিলে ৩৪০ ওভার বল করেছিলেন তিনি। সেই সঙ্গে দারুণ পারফরম্যান্সের কারণে ভারতের বিপক্ষে টেস্ট দলেও জায়গা পেয়েছিলেন তিনি।
চোটের কারণে খেলতে না পারলেও ইতিবাচক থাকার চেষ্ট করছেন তিনি। সেই সঙ্গে মৌসুমের শেষ দিকে মাঠে ফিরতে চান এই অজি স্পিনার। তিনি বলেন, ‘আমি স্পষ্টতই হতাশ হয়েছি যে আমি এই মুহূর্তে কুইন্সল্যান্ডের হয়ে খেলতে পারব না। তবে আমি ইতিবাচক থাকার চেষ্টা করছি। মৌসুমের শেষের দিকে কিছু ম্যাচ পাওয়ার জন্য আমি যা করা প্রয়োজন তার সবটাই করব।’