promotional_ad

বিশ্বকাপ বাছাই পর্বের লিগ-২ এর তিনটি সিরিজ স্থগিত

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২৩ বিশ্বকাপ বাছাই পর্বের অংশ হিসেবে সদস্য দেশগুলোকে নিয়ে অনুষ্ঠিত 'মেনস ক্রিকেট ওয়াল্ড কাপ লিগ-২' এর তিনটি সিরিজ স্থগিত করা হয়েছে। মূলত করোনা ভাইরাসের কারণে দেশে দেশে ভ্রমণ সীমাবদ্ধতা এবং কোয়ারেন্টাইন নীতিমালার কারণে এই সিরিজ তিনটি পরবর্তী কোন এক সময় আয়োজন করতে চায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


যুক্তরাষ্ট্র এবং নেপালের বিপক্ষে ওমানের সিরিজ অনুষ্ঠিত হবার কথা ছিল ১৯ থেকে ২৮ মার্চ। অন্যদিকে পাপুয়া নিউগিনির বিপক্ষে ওমান এবং স্কটল্যান্ডের সিরিজ ১৪ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবার কথা ছিল। এই সিরিজগুলোই স্থগিত করেছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা ।


আইসিসির প্রশাসনিক সংস্থা শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'দেশে দেশে ভ্রমন সীমাবদ্ধতা, ম্যাচের আগে কোয়ারান্টাইন সময়সীমা এবং কোভিড-১৯ এর সাম্প্রতিক উত্থানের কারণে এই স্থগিতাদেশ জারি করা হয়েছে।'


promotional_ad

তারা আরো জানিয়েছে, 'আইসিসির সমস্ত ইভেন্ট জুড়ে ব্যাপক পরিকল্পনা প্রক্রিয়ার অংশ হিসাবে এবং সদস্যদের সঙ্গে সম্পর্কিত সরকার ও জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শের পরে, সিরিজ তিনটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'


স্থগিত এই সিরিজগুরো দ্রুততম সময়ের মধ্যে আয়োজন করতে বদ্ধ পরিকর বলে জানিয়েছেন আইসিসির ইভেন্ট ম্যানেজমেন্ট প্রধান ক্রিস টেটলি। এমনকি উপযুক্ত সময় নির্ধার্ণের জন্য সদস্য দেশগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।


টিটলি বলেন, 'আমরা সিরিজ তিনটি পুনরায় আয়োজনের জন্য উপযুক্ত সময় সনাক্ত করার ক্ষেত্রে সদস্যদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। আগামী মাসগুলিতে আরো চ্যালেঞ্জের সম্মুখীন হবার সম্ভবনা রয়েছে আমাদের। তবুও সদস্যদের খেলার মাঠে ফিরিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের সুযোগটি তৈরি করতে সর্বাধিক চেষ্টা করে যাব।


২০২৩ বিশ্বকাপ বাছাই পর্বে লিগ-২ এর পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে রয়েছে ওমান। ইতোমধ্যে ১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে দেশটি। তাদের পরেই ১২ পয়েন্ট নিয়ে আছে যুক্তরাষ্ট্র। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে স্কটল্যান্ড, নামিবিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।


 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball