ভারত - ইংল্যান্ড সিরিজ

অ্যাশেজ জেতার চেয়ে ভারতকে হারানো কঠিন!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:12 শুক্রবার, 22 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৮ সালের পর ঘরের মাঠে আবারও ভারতের কাছে টেস্ট সিরিজ খুঁইয়েছে অস্ট্রেলিয়া। ব্রিসবেন টেস্টে হারের পর অজিদের নিয়ে শুরু হয়েছে নানাবিধ আলোচনা-সমালোচনা। এবার অস্ট্রেলিয়ার কাঁটা ঘায়ে নুনের ছেটা দিয়েছেন গ্রায়েম সোয়ান। ইংল্যান্ডের সাবেক এই স্পিনার মনে করেন, অস্ট্রেলিয়া এখন আর বড় দল নয়। তাঁদের মাটিতে অ্যাশেজ জেতার চেয়ে ভারতের মাটিতে ভারতে হারানো কঠিন।

ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাট টেস্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অ্যাশেজ। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের এই সিরিজটি টেস্ট ক্রিকেটে ভিন্ন এক মাত্রা যোগ করেছে। ঘরের বাইরে গিয়ে অ্যাশেজ জেতা দুই দলের কাছেই অন্যরকম এক অর্জন। ঘরের বাইরে অ্যাশেজ জিততে মুখিয়ে থাকে দুই দলই।

যদিও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর অজিদের এখন আর আগের মতো সেরা প্রতিপক্ষ ভাবছেন না সোয়ান। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়া দল যেমনই হোক না কেন ইংল্যান্ডের ক্রিকেটাররা অবশ্যই অ্যাশেজ জিততে মুখিয়ে থাকবেন। সেই সঙ্গে ভারতের মাটিতে বিরাট কোহলিদের হারাতে হলে দলের সেরা কম্বিনেশন নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সোয়ান বলেন, ‘ইংল্যান্ড সবসময় বলেছে অ্যাশেজ আসছে। আপনি যদি বিশ্বের সেরা দল হতে চান, তবে কেবল অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে পরাস্ত করার চেষ্টা না করে বিশ্বের সেরা দল হয়ে উঠো। আমাদের অ্যাশেজ সিরিজটির অপেক্ষায থাকার মান থেকে দূরে সরে যেতে হবে। এটি এ দেশে মানসিকতার সঙ্গে অন্তর্নিহিত। অস্ট্রেলিয়া আর কোনভাবেই বিশ্বের সেরা দল নয়। তারা মাইল মাইল দুরে থাকত এবং চেষ্টা করত।’

তিনি আরও বলেন, ‘তারা এখন নয়, তবে আমরা এটি নিয়ে আচ্ছন্ন। আমি মনে করি এখন ভারতে ভারতকে হারানো সবচেয়ে ভালো বিষয়। আমরা যখন ২০১২ সালে তাদের হারিয়েছিলাম তারপর থেকে তারা ঘরের মাঠে অপরাজেয়। লোকেরা কি ঠিক বলছে না? স্পিনে ভালো খেলতে পারে এমন দল নিয়ে যেতে হবে। তাদের উচ্চতা ব্যবহার করতে হবে, স্পিন বোলিংয়ের পুরো পথ বদলাতে হবে। তারপরই আমরা ভারতকে হারাতে পারব, এটাই বড় সুযোগ।’

২০১২ সালে ভারতের মাটিতে ভারতে হারিয়েছিল ইংল্যান্ড। ওই সিরিজে ইংলিশদের হয়ে ২০ উইকেট নিয়েছিলেন সোয়ান, ১৭ উইকেট নিয়েছিলেন মন্টি পানেশার। আর ব্যাটহাতে অ্যালেস্টার কুক করেছিলেন ৫৬২ রান। ওই সিরিজের মতো এবারও ভারতে হারাতে হলে মানসম্পন্ন অফস্পিনার এবং কেভিন পিটারসনের মতো স্পিন খেলতে পারে এমন ব্যাটিং প্রয়োজন বলে মনে করেন তিনি।