ভারতীয় ক্রিকেট

কিংবদন্তি ধোনির সঙ্গে আমার তুলনা হয় না: পান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:06 বৃহস্পতিবার, 21 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত। যেখানে সবচেয়ে বড় অবদান রাখেন ঋষভ পান্ত। ব্রিসবেন টেস্টের পঞ্চম দিনে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে রীতিমত নায়ক বনে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ভারতকে এমন বীরোচিত জয় এনে দেয়ার পর অনেকেই পান্তকে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তুলনা করছেন।

যদিও ধোনির সঙ্গে নিজের তুলনা করতে চান না পান্ত। তিনি মনে করেন, ধোনি একজন কিংবদন্তি, তাঁর সঙ্গে তুলনা চলে না। তবে ধোনির সঙ্গে তুলনা হলে তাঁর ভালো লাগে বলে জানিয়েছেন। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটে নিজের নাম তৈরি করতে চান বলে জানান বাঁহাতি এই ব্যাটসম্যান।

এ প্রসঙ্গে পান্ত বলেন, ‘যখন আমার সঙ্গে এমএস ধোনির তুলনা টানা হয় তখন দারুণ লাগে। তবে আমাকে কারও সঙ্গে তুলনা করা হোক সেটা চাই না। একজন কিংবদন্তির সঙ্গে তরুণ ক্রিকেটারের তুলনা হয় না। ভারতীয় ক্রিকেটে আমি নিজের নাম তৈরি করতে চাই। আর সেই লক্ষ্যে স্থির থাকতে চাই।’

অস্ট্রেলিয়া সিরিজের আগে জাতীয় দলে নিজের জায়গা নিয়ে সন্দিহান ছিলেন পান্ত। অনেক ক্রিকেট বিশ্লেষকও পান্তকে নিয়ে সমালোচনা করেছিলেন। তবে টেস্ট সিরিজে সুযোগ পেয়ে সমালোচকদের ভুল প্রমাণ করেছেন তিনি। যদিও প্রথম টেস্টে ঋদ্ধিমান সাহার কাছে জায়গা হারাতে হয়েছিল তাঁকে।

দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়ে আহামরী কিছু করতে না পারলেও দলের জয়ে ভূমিকা রেখেছিলেন তিনি। সিডনি টেস্ট বাঁচানোর লড়াইয়ে ৯৭ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। যদিও সেই ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। আর শেষ টেস্টে তো জয়ের নায়ক বনে গেছেন পান্ত।

অস্ট্রেলিয়া সিরিজে এমন পারফরম্যান্সের ফলস্বরূপ আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ের বড় উন্নতি হয়েছে পান্তের। বর্তমানে ১৩ নম্বরে উঠে এসেছেন তিনি। তবে র‌্যাঙ্কিং নিয়ে ভাবতে নারাজ ভারতীয় এই ক্রিকেটার। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমি র‍্যাঙ্কিয়ের ব্যাপারে জানতাম না। আমার কাজ শুধু ভারতের হয়ে ম্যাচ জেতানো।’