promotional_ad

কখনোই ভারতীয়দের অবমূল্যায়ন করবেন না: ল্যাঙ্গার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কার্যত 'বি' কিংবা 'সি' দল নিয়েই ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে ভারত। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে অনুপস্থিত ছিলেন অভিজ্ঞ বোলাররা। কিন্তু আজিঙ্কা রাহানের চৌকশ নেতৃত্বে সেই দল নিয়েই গ্যাবায় ৩২ বছর পরে অস্ট্রেলিয়াকে হারের স্বাদ দিয়েছে সফরকারীরা। এমন হারের পরেই তাদের অবমূল্যায়ন করতে বারণ করেছেন স্বাগতিক কোচ জ্যাস্টিন ল্যাঙ্গার।


সিরিজের প্রথম টেস্টেই রীতিমত কোহলিসহ পূর্ণ শক্তির দল নিয়েই কার্যত অসহায় আত্মসমর্পণ করেছিলো ভারতীয়রা। কিন্তু কোহলি ও শামির অবর্তমানে ভঙ্গুর দল নিয়ে সফরকারীদের হারের ব্যবধান দেখার প্রতীক্ষা করেছিলো সবাই। কিন্তু মেলবোর্নে স্বাগতিকদের হারিয়ে সমতা ফেরায় তারা। আর সিডনিতে লোয়ার মিডল অর্ডারের দৃঢ়তায় জয়ের সমতুল্য ড্র করে সফরকারীরা।


শেষ টেস্টের একাদশে প্রতিপক্ষ একাদশে ইনজুরির কারণে বুমরাহ, জাদেজা, বিহারি, অশ্বিনদের না দেখে অনায়াসেই ম্যাচ ও সিরিজ জেতার স্বপ্নে বিভোর ছিলো স্বাগতিকরা। কিন্তু ইতিহাস গড়েই জয় ছিনিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের শো কেসেই রেখে দিলো সফরকারীরা।


promotional_ad

ক্রিকেট হলো গৌরবময় অনিশ্চয়তার খেলা। সেখানে ফলাফল আগে থেকেই অনুমান করা বোকামি। এমনকি ভারতের মত আর শত কোটি জনসংখ্যার দেশের স্কোয়াডকে অবমূল্যায়ন করা উচিত নয় বলে জানিয়েছেন অজি কোচ ল্যাঙ্গার। যদিও ফলাফল ছাপিয়ে সিরিজে টেস্ট ম্যাচের জয় হয়েছে বলে মনে করছেন এই কোচ।


এ প্রসঙ্গে ল্যাঙ্গার বলেন, 'প্রথমত আপনি কখনও কোনো কিছুই নিশ্চিতভাবে কিছু ধরে নিতে পারবেন না। দ্বিতীয়ত, ভারতীয়দের কখনোই অবমূল্যায়ন করবেন না, কখনোই না। সেখানে ১.৫ বিলিয়ন ভারতীয় রয়েছেন এবং সেখানে থেকে প্রথম একাদশে সুযোগ পাওয়া খুব কঠিন, তাই নয় কি?'


'এটি দুর্দান্ত একটি সিরিজ হয়েছে এবং জয়ী ও পরাজিত পক্ষ থাকবেই। আজ টেস্ট ক্রিকেটের জয় হয়েছে। এটা আমাদের লম্বা সময় কষ্ট দিবে। ভারত এই জয়ের পূর্ণ কৃতিত্বের দাবিদার। তারা দুর্দান্ত খেলেছে কিন্তু আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি,' তিনি যোগ করেন।


ড্রেসিংরুমে বসে একজন খেলোয়াড়ের বিপক্ষে অসহায় হারের স্বাদ ল্যাঙ্গারের জন্য প্রথম নয়। অ্যাসেজে হেডিংলিতেও বেন স্টোকস বীরত্বে হারতে হয়েছিলো অজিদের। ঋষভ পান্তের ইনিংসকে স্টোকসের ইনিংসের সঙ্গেই তুলনা করেছে ল্যাঙ্গার।


তিনি আরও বলেন,'এটি দারুণ একটি প্রয়াস। পন্তের ইনিংস আমাকে স্টোকসের হেডিংলির ইনিংস মনে করিয়েছে। সে (পান্ত) এসেছে এবং নির্ভিক ছিলো এবং এই কারণেই সে প্রশংসিত হয়েছে। অবিশ্বাস্য একটি ইনিংস ছিলো এটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball