Connect with us

বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

সাকিবের চারে খেলতে সমস্যা নেই: তামিম


প্রকাশ

:


আপডেট

:

ছবি : বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ জানিয়ে দিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। যেখানে ব্যাটিং পজিশনে তিন থেকে চারে নেমে গেছেন সাকিব আল হাসান। যদিও তিন নম্বরে দারুণ সফল বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তবে চারে ব্যাট করতেও সাকিবের সমস্যা নেই বলে জানিয়েছেন তামিম ইকবাল।

সোমবার (১৮ জানুয়ারি) ভার্চুয়াল কনফারেন্সে আলাপকালে ব্যাটিং লাইন আপ নিয়ে খোলাসা করেছেন টাইগারদের ডমিঙ্গো। যেখানে তিনি জানিয়েছিলেন, তিন নম্বরে এই সিরিজে নাজমুল হোসেন শান্তকে খেলানোর পরিকল্পনা করেছেন তাঁরা। এর ফলে সাকিব আল হাসানকে ব্যাট করতে দেখা যাবে চার নম্বরে।

এরপর থেকেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই ভাবছেন সাকিবকে জোর করে চারে নামিয়ে দেয়া হচ্ছে। তবে ওয়ানডে অধিনায়ক তামিম অবশ্য শুনিয়েছেন ভিন্ন কথা। মঙ্গলবার (১৯ জানুয়ারি) তামিম জানিয়েছেন, এই পজিশনে ব্যাট করতে আপত্তি নেই সাকিবের। সেই সঙ্গে অনুশীলন ক্যাম্প শুরুর আগেই চারে ব্যাটিংয়ের কথা সাকিবকে জানিয়ে দেয়া হয়েছিল বলে জানান তিনি।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমরা যখন ক্যাম্প শুরু করি তখনই তাকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল। আমি ব্যক্তিগতভাবেও তার সাথে কথা বলেছিলাম। সে সবটা শুনেছে, বুঝেছে; তার কোনো সমস্যা নেই। তাছাড়া এই সিদ্ধান্তটা তাকে একটু স্বস্তিতে থাকার সুযোগও দিচ্ছে। কারণ সে অনেক দিন পরে দলে ফিরল।’

২০১৯ বিশ্বকাপে স্বপ্নের মতো সময় পার করেছেন সাকিব। তিন নম্বরে খেলে মোট আটটি ম্যাচে ব্যাট হাতে ৬০৬ রান তুলেছেন, ৮৬.৫৭ গড়ে। সাকিবের গড় ছিল টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। বিশ্বকাপের পর আর ওয়ানডে খেলা হয়নি সাকিবের। চারে ব্যাটিং করতে সাকিব স্বাচ্ছন্দ্যবোধ না করলে তাকে আবারও তিনে খেলানো হবে বলে জানিয়েছেন তামিম। 

এ প্রসঙ্গে তামিমের ভাষ্য, ‘আমরা সবাই জানি ৩ নম্বরে ও কত ভালো করেছে। তিনে রেকর্ড ওর পক্ষেই কথা বলে, আমরা সবাই এটা জানি। কিন্তু আমি ওর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি যে ওকে চারে ব্যাটিং করতে হবে। তাকে এটাও বলা হয়েছে যদি চারে স্বস্তি না পায় তাহলে আবার তিনে ফিরে যাবে এবং সে আমাদের সাথে সম্পূর্ণ একমত আছে।’

সর্বশেষ

৬ মার্চ, শনিবার, ২০২১

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সুবিধা ১৪ দিন পরেই মুক্তি

৬ মার্চ, শনিবার, ২০২১

২ বছরের মধ্যে আকবরদের জাতীয় দলের বিবেচনায় আনতে চায় বিসিবি

৬ মার্চ, শনিবার, ২০২১

আইপিএলের পর্দা উঠছে ৯ এপ্রিল!

৬ মার্চ, শনিবার, ২০২১

ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

৬ মার্চ, শনিবার, ২০২১

তৃষ্ণার ৬ উইকেটের দিনে সালমাদের বড় জয়

৬ মার্চ, শনিবার, ২০২১

ইংল্যান্ডকে ৩ দিনে হারিয়ে ফাইনালে ভারত

৬ মার্চ, শনিবার, ২০২১

১৯৭১ গাভাস্কারের কাছে এখনো গতকাল!

৬ মার্চ, শনিবার, ২০২১

স্মিথের কাঁধেই নেতৃত্বভার দেখতে চান খাজা

৬ মার্চ, শনিবার, ২০২১

গাভাস্কারের মতো হতে চেয়েছিলেন টেন্ডুলকারও!

৬ মার্চ, শনিবার, ২০২১

শ্রীলঙ্কাকে সিরিজে ফেরাল স্পিনাররা

আর্কাইভ

বিজ্ঞাপন