ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

ভারতকেই সেরা মানছেন ওয়ার্ন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:01 সোমবার, 18 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের লক্ষ্য ৩২৮ রান আর অস্ট্রেলিয়ার প্রয়োজন ১০ উইকেট। ব্রিসবেন টেস্টের শেষ দিনে নাটকীয় কিছু না হলে নিশ্চিত ড্রয়ের পথেই গড়াচ্ছে ম্যাচটি। তবে এখন পর্যন্ত ভারত যে লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে তাতে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন।

তিনি ভারতকেই এই সিরিজের সেরা মানছেন। প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার কৌশল নিয়েও। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে গুটিয়ে গিয়ে ৮ উইকেটে হেরেছিল ভারত। পরেই টেস্টেই তারা ঘুরে দাঁড়ায়। দুই দলের সিডনি টেস্ট ড্র হয়েছে। ফলে ব্রিসবেন টেস্টেই হচ্ছে সিরিজের ফয়সালা। 

ওয়ার্ন মনে করেন এই সিরিজে অস্ট্রেলিয়া তাদের সুযোগ কাজে লাগাতে পারেনি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার এমন বাজে পারফরম্যান্সের দায় চাপিয়েছেন, অধিনায়ক টিম পেইনের কাধে। উইকেটের পেছনেও পেইনের পারফরম্যান্সের সমালোচনা করেছেন ওয়ার্ন।

তিনি বলেন, 'আমার মতে, ভারত এই সিরিজের সেরা দল। তবে অস্ট্রেলিয়ার অনেক সুযোগ ছিল সিরিজ জয়ের, তারা তা নিতে পারেনি। আমার মনে হয়, কখনও কখনও ওদের কৌশল যথেষ্ট ভালো ছিল না এবং এটার দায় অধিনায়ক হিসেবে টিম পেইনকেই নিতে হবে। কিছু কিছু ব্যাপার সে কেন করেনি? উইকেটের পেছনেও সে সেরা সময় কাটায়নি।'

অস্ট্রেলিয়ার কৌশলের সমালোচনা করে ওয়ার্ন বলেন, 'শুধু অধিনায়কই নন, বোলারদের কথাও বলতে হবে। বোলারদেরও তো বলার সুযোগ আছে, তারা কোন কৌশল চায়, কেমন মাঠ সাজানো দেখতে চায়। অস্ট্রেলিয়ার কৌশলে আমি সত্যি বলতে অবাক হয়েছি। বিশেষ করে গতকাল (ব্রিজবেন টেস্টের তৃতীয় দিনে) ও সিডনি টেস্টের পুরোটায়।'