কাম্মীর প্রিমিয়ার লিগ

নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আনছে কাশ্মীর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:13 রবিবার, 17 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সময়ের পরিক্রমায় জনপ্রিয় বাড়তে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিত্তিক ক্রিকেটের। ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চালু হওয়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মতো বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চালু হয়েছে। 

যদিও সেখানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে আইপিএল। অন্যান্য দেশের মতো এবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল) চালু করছে কাশ্মীর। ইতোমধ্যে উদ্বোধনী আসরের সূচি  প্রকাশ করছে টুর্নামেন্ট কতৃপক্ষ। যেখানে খেলবে মিরপুর রয়্যালস। যদিও এটি ঢাকার নয় কাশ্মীরের মিরপুর।

আগামী ১ এপ্রিল মাঠে গড়াবে এবারের আসর। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল। ১০ দিনের এই টুর্নামেন্টে খেলবে মোট ৬টি দল। দলগুলো হলো,  রাওয়ালকোট হকস, বাঘ স্ট্যালিয়েন্স, মুজাফফরাবাদ টাইগার্স, মিরপুর রয়্যালস, কোটলিউ প্যান্থার্স এবং ওভারসিস ওয়ারিয়র্স।

তিনটি ভেন্যুতে এবারের পুরো আসর হওয়ার কথা থাকলেও দুইটি ভেন্যুতে হওয়ার সম্ভাবনা রয়েছে। ভেন্যু দুইটি হলো, মুজাফফরাবাদ ক্রিকেট স্টেডিয়াম এবং মিরপুর ক্রিকেট স্টেডিয়াম। যেখানে সাতটি ম্যাচ আয়োজন করবে মিরপুর। আর সেমিফাইনাল, ফাইনালসহ মোট ১১ ম্যাচ আয়োজন করবে মুজাফফরবাদ।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট হলেও এবারের আসরে খুব বেশি বিদেশিদের আধিক্য দেখা যাবে না। উদ্বোধনী আসরে বিদেশি বলতে কেবলই পাকিস্তানের ক্রিকেটার। এবারের আসরে বিশ্বের তারকা ক্রিকেটারদের দেখা না গেলেও দ্বিতীয় আসরে দেখা যাবে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কতৃপক্ষ।

প্রতিটি দলে অন্তত ৫ জন করে কাশ্মীরের ক্রিকেটার খেলবে। কাম্মীর থেকে তরুণ ক্রিকেটার বের করতে ইতোমধ্যে ট্রায়াল শুরু হয়েছে। যেখানে প্রতিভাবান তরুণ ক্রিকেটার বের করতে কাজ করছেন সাবেক ক্রিকেটার সাঈদ আজমল এবং আজহার মাহমুদ।