promotional_ad

তিন সেঞ্চুরির ম্যাচে আয়ারল্যান্ডকে হারালো আরব আমিরাত

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পল স্টার্লিংয়ের অপরাজিত সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতকে ২৬৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিলেও পাত্তা পেল না আয়ারল্যান্ড। চুন্ডাঙ্গাপয়েল রিজওয়ান ও মুহম্মদ উসমানের সেঞ্চুরিতে ৬ উইকেটের জয় পেয়েছে আরব আমিরাতে। তাতে চার ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেলো স্বাগতিকরা।


এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব বেশি ভালো করতে পারেনি আয়ারল্যান্ড। উদ্বোধনী জুটিতে স্টার্লিং এবং কেভিন ও ব্রায়েন মিলে তুলেন মাত্র ৩৯ রান। ২২ বলে ২৩ রান করে কেভিন বিদায় নিলে ভাঙে তাদের এই জুটি। এরপর অবশ্য দলের হাল ধরেন অধিনায়ক অ্যান্ডি বালবার্নি।


promotional_ad

তাঁদের দুজনের ১০২ রানের অনবদ্য জুটিতে বড় সংগ্রহের পথে হাঁটতে থাকে আইরিশরা। তাঁদের শতরানের জুটি ভাঙেন আহমেদ রাজা। ৬১ বলে ৫৩ রান করে রাজার বলে সাজঘরে ফিরেন বালবার্নি। দলটির অধিনায়ক বিদায় নেয়ার পর মাত্র ১৮ রানে আরও দুই উইকেট হারায় তারা।


এরপর সেঞ্চুরি তুলে নেন স্টার্লিং। শেষ দিকে ব্যাট হাতে তাকে কিছুটা সঙ্গ দিয়েছেন কার্টিস ক্যাম্পার ও গ্যারেথ ডেলানি। ক্যাম্পার ২৪ রান করে আউট হলেও ২১ রানে অপরাজিত ছিলেন ডেলানি। সেই সঙ্গে স্টার্লিংয়ের অপরাজিত ১৩১ রানের ‍সুবাদে ৫ উইকেটে ২৬৯ রান তুলে আয়ারল্যান্ড। সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন রোহান মুস্তফা।


জয়ের জন্য ২৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আরব আমিরাত। মাত্র ৫১ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। শুরুর ধাক্কা সামলে দলকে ম্যাচে ফেরান রিজওয়ান ও উসমান। তাঁদের দুজনের ১৮৪ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখে তারা।


১৩৬ বলে ১০৯ রান করে রিজওয়ান ফিরে গেলে ভাঙে তাঁদের এই জুটি। তবে ওয়াহেদ আহমেদকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠে ছাড়েন উসমান। ১০৭ বলে ১০২ রান করে অপরাজিত ছিলেন তিনি। আইরিশদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ম্যাকার্থি ও ক্যাম্পার।


সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ২৬৯/৫ (৫০ ওভার) (পল স্টার্লিং ১৩১*, অ্যান্ডি বালবার্নি ৫৩, রোহান মুস্তফা ২/৪৩)
সংযুক্ত আরব আমিরাতে: ২৭০/৪ (৪৯ ওভার) (রিজওয়ান ১০৯, উসমান ১০২*, ক্যাম্পার ২/৩১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball