অস্ট্রেলিয়া - ভারত সিরিজ

ক্রিকেটাররা কেন কোয়ারেন্টাইনে, প্রশ্ন রাহানের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:15 বুধবার, 06 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অস্ট্রেলিয়াতে ভারতীয় দলের কোয়ারেন্টাইন নিয়মনীতি। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া সফরে থাকলেও এখনও কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। কোভিড প্রোটোকল নিয়ে অস্ট্রেলিয়ার কঠোর নিয়মনীতির বিপক্ষে অনেকেই কথা বলেছেন।

সিডনিতে সিরিজের তৃতীয় টেস্ট শুরুর আগে এ প্রসঙ্গে এবার ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানে। সারা পৃথিবীর মানুষ নরমালে থাকলেও ক্রিকেটাররা কেন কোয়ারেন্টাইনে বন্দি এ নিয়ে প্রশ্ন তুলেছেন রাহানে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এভাবে থাকা তাদের জন্য চ্যালেঞ্জিং তবে তারা এসব ছাপিয়ে ক্রিকেটে মনোযোগ দিচ্ছেন।

এ প্রসঙ্গে রাহানে বলেন, ‘কোয়ারেন্টাইনে থাকা অবশ্যই চ্যালেঞ্জিং তবে আমরা খেলার দিকে মনোনিবেশ করছি। আমরা জানি সিডনির বাইরের জীবন পুরোপুরি স্বাভাবিক তবে খেলোয়াড়রা কোয়ারান্টিনে রয়েছে, যা একটি চ্যালেঞ্জ। আমরা কিছু নিয়ে অভিযোগ করছি না, কেবল খেলায় মনোযোগ দিচ্ছি।’

এখন পর্যন্ত মাঠে গড়ায়নি অস্ট্রেলিয়া-ভারত সিরিজের তৃতীয় টেস্ট। তবে এর আগেই খবরের শিরোনামে চার ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। সম্প্রতি অস্ট্রেলিয়ার বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, কোয়ারেন্টাইন বিপত্তিতে গ্যাবায় টেস্ট খেলতে চায় না ভারতীয় দল।

যদিও গণমাধ্যমের এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলি। তিনি জানিয়েছিলেন, ভারত দলের পক্ষ থেকে এ নিয়ে তাদেরকে কেনো প্রস্তাব দেয়া হয়নি। এ প্রসঙ্গে হকলি বলেছিলেন, ‘প্রতিদিন বিসিসিআই কর্তাদের সঙ্গে আমার কথা হয়। সরকারিভাবে এ ব্যাপারে বিসিসিআই এখনও কিছু জানায়নি আমাদের। প্রতিটা বিষয়েই ওরা আমাদের পাশে থেকেছে। যেভাবে সূচি তৈরি হয়েছে, দুই দলই সেভাবে খেলতে আগ্রহী।’

ইনজুরির কারণে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি প্রথম দুই টেস্টে ছিলেন না রোহিত শর্মা। তবে সিডনি টেস্ট দিয়ে ফিরছেন তিনি। রোহিত আসায় দলের ভারসাম্য বেড়েছে বলে জানিয়েছেন রাহানে। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘রোহিত আসায় দলের ভারসাম্য আরও বাড়ল। এখানে যোগ দেওয়ার পরেই মেলবোর্নে অনুশীলন শুরু করে দিয়েছিল রোহিত। ইতিমধ্যেই ৭-৮ সেশন ব্যাট করে ফেলেছে। গত কয়েকটা টেস্ট সিরিজে ওপেন করেছে রোহিত। তাই সিডনিতেও রোহিত টপ অর্ডারে ব্যাটিং করবে।’