টেস্ট ক্রিকেট

৫ ওভারেই সেঞ্চুরি করতে পারেন ডি ভিলিয়ার্স!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:09 শনিবার, 02 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি ক্রিকেটে ধুম-ধাড়াক্কা ব্যাটিং বিস্ময়কর কিছু নয়। কারণ সময় যত গড়িয়েছে ক্রিকেট ততই ব্যাটসম্যান সহায়ক হয়েছে। টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে ক্রিকেট ৩০-৪০ বলের মাঝে ব্যাটসম্যানদের সেঞ্চুরি করতে দেখা গেলেও টেস্ট ক্রিকেটে এটা বিরল।

টেস্টে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিটি ব্রেন্ডন ম্যাককালামের দখলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৫৪ বলে সেঞ্চুরি করেছিলেন সাবেক এই কিউই ব্যাটসম্যান। তবে এবি ডি ভিলিয়ার্স যখন আক্রমণাত্বক মেজাজে থাকেন, তখন ৫ ওভারেই সেঞ্চুরি করতে পারেন বলে মনে করেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। যদিও ডি ভিলিয়ার্সের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি ৭৫ বলে।

সময়ের অন্যতম সেরা পেসারদের মাঝে অন্যতম একজন কামিন্স। দীর্ঘদিন ধরেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‌্যাঙ্কিংয়ে রাজত্ব করছেন ডানহাতি এই পেসার। টেস্ট ক্রিকেটে রীতিমতো ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলেন তিনি। সম্প্রতি নিজের সবচেয়ে কঠিন বোলারের নাম জানিয়েছেন তিনি। যেখানে তিনি ডি ভিলিয়ার্সের নাম বলেছেন।

এ প্রসঙ্গে কামিন্স বলেন, ‘এটা বলতেই হবে যে, আমি যাদেরকে বল করেছি, তাদের মধ্যে এবি ডি ভিলিয়ার্স সবচেয়ে কঠিন ব্যাটসম্যান। বিশেষ করে ২০১৮ সালের টেস্ট সিরিজে…। সে অন্য জাতের ব্যাটসম্যান। মনে হতো, যে কোনো সময় সে টি-টোয়েন্টির ঘরানায় ব্যাটিং শুরু করতে পারে এবং লোয়ার অর্ডারদের সঙ্গে সে যখন ব্যাট করে, আমার মনে হয়, সে ৫ ওভারের মধ্যেই সেঞ্চুরি করে ফেলতে পারে। তাই তাকেই কঠিনতম ব্যাটসম্যান বলতে হবে।’

কামিন্স যেই সিরিজের কথা বলছেন ওই সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ডি ভিলিয়ার্স। ওই সিরিজে ৪ টেস্টে ৭১.১৬ গড়ে ৪২৭ রান করেছিলেন সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান। যদিও সম্প্রতি আইসিসির দশকসেরা টেস্ট একাদশে জায়গা পাননি ডানহাতি এই ব্যাটসম্যান।