বিগ ব্যাশ

বিগ ব্যাশ থেকে নাম প্রত্যাহার তাহিরের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:27 সোমবার, 28 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

তারকাখচিত দল নিয়েও বিগ ব্যাশে ভুলে যাওয়ার মত একটি মৌসুম শুরু করেছে মেলবোর্ন রেনেগেডস। এর মাঝে আরো একটি দুঃসংবাদ পেয়েছে দলটি। ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার ইমরান তাহির।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে পুরোপুরি বিদেশি খেলোয়াড় নির্ভর স্পিন আক্রমণে সাজিয়েছিলো রেনেগেডস। তাহিরের সঙ্গে আছেন এখনো আন্তর্জাতিক অভিষেকের স্বাদ না পাওয়া আফগান কিশোর নুর আহমেদ। তাঁরই স্বদেশী মোহাম্মদ নবী ও পাকিস্তানের ইমাদ ওয়াসিমকেও দলে ভিড়িয়েছে তারা।

বিগ ব্যাশে খেলতে যাওয়া প্রত্যেক বিদেশি খেলোয়াড়কে হোটেল ঘরেই ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকরে হবে। আর দেশটিতে পৌছাতে দেরি করায় শুরুতেই রেনেগেডস জার্সি গায়ে তাহিরের মাঠ মাতানো শঙ্কায় পরেছিলো। পরবর্তীতে এই স্পিনার ব্যক্তিগত কারণ দেখিয়েই দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তাহির। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে তাঁর আবেদন এখনো কমে যায়নি। টি-টোয়েন্টির ফেরিওয়ালা হিসেবে এখনো বিশ্বের বড় বড় সব লীগগুলো মাতাচ্ছেন ৪১ বছর বয়সী এই চিরতরুণ।

এবারের বিগ ব্যাশ থেকে তাঁর নাম প্রত্যাহার করে নেয়ার সংবাদ দিয়েছেন রেনেগেডস কোচ মাইকেল ক্লিঙ্গার। এমন অভিজ্ঞ একজন বোলারকে দলে না পাওয়া হতাশাজনক বলে মানছেন তিনি। একই সঙ্গে এটিকে আফগান বিস্ময় স্পিনার নুরের জন্য সুযোগ ভাবছেন এই কোচ।

এ প্রসঙ্গে ক্লিঙ্গার বলেন, 'দুর্ভাগ্যবশত ব্যক্তিগত কারণে ইমরান আসতে পারছে না। একজন দুর্দান্ত খেলোয়াড়কে না পাওয়া আমাদের জন্য বড় ক্ষতির। কিন্তু একই সঙ্গে আমরা দুই ম্যাচ আগেই নুর আহমেদকে দেখেছি যাকে অন্যরা খুব বেশি খেলেনি। আর এটিই আমাদের পক্ষে কাজ করতে পারে।'

দেশের পক্ষে খেলতে লিগের মাঝপথেই দল ছাড়বেন নবী। তাঁর অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি। কিন্তু এই ক্ষতি ইমাদকে যোগ্য সঙ্গ দিয়ে পুষিয়ে দেবেন ১৫ বছর বয়সী বিস্ময়বালক , এমনটিই আশা কিঙ্গারের। এই প্রসঙ্গে রেনেগেডস কোচ বলেন, 'সে (নুর) ইমাদের সঙ্গী হিসেবে মৌসুম শেষ করার দারুণ সুযোগ পাবে। আন্তর্জাতিক দায়িত্ব পালনে নবীরও ঘরে ফিরতে হবে। সেটি আমাদের জন্য ক্ষতি। কিন্তু একই সঙ্গে এটি বিবিএলে বড় প্রভাব বিস্তার করার বিশাল সুযোগ তরুণ নুরের জন্য।'