বিবিএল

সবধরনের ক্রিকেট থেকে অবসরে শন মার্শ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:48 রবিবার, 14 জানুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

অবশেষে সবধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন শন মার্শ। ৪০ বছর বয়সে পেশাদার ক্রিকেট থেকে পুরোপুরি দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। চলমান বিগ ব্যাশ লিগ (বিবিএল) দিয়েই দারুণ এক ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

সিডনি থান্ডারের বিপক্ষে মেলবোর্ন রেনেগেডসের আসন্ন ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকবে। ইনজুরির কারণে এবারের বিবিএল একটু দেরিতেই শুরু করেছিলেন মার্শ। পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়ে তিনটিতেই হাফ সেঞ্চুরি করেন তিনি।

৪৫.২৫ গড় এবং ১৩৮.১৬ স্ট্রাইক রেটে ১৮১ রান তুলেছেন মার্শ। ক্যারিয়ারের শেষ ম্যাচে মাঠে নামার আগে ২১৫ ম্যাচে ৩৭.৯০ গড় এবং ১২৮.৫৩ স্ট্রাইক রেটে সাত হাজার ৫০ রান করেছেন তিনি। এর মধ্যে দুই হাজার ৪৭৭ রান এসেছে আইপিএলে, কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমান পাঞ্জাব কিংস) হয়ে।

বিদায় বেলায় বিবিএলের ইতিহাসের ষষ্ঠ সেরা এই রান সংগ্রাহক বলেন, 'আমি রেনেগেডসের হয়ে খেলতে পছন্দ করি। গত পাঁচ বছরে এখানে কিছু দুর্দান্ত মানুষের সাথে দেখা করেছি এবং বন্ধুত্ব করেছি। এটা সারাজীবন স্থায়ী হবে। এই প্লেয়িং গ্রুপটি দারুণ। তারা আমার কাছে অসাধারণ সতীর্থ এবং এমনকি আরও ভাল বন্ধু।'

'আমি এই যাত্রায় তাদের এবং সমর্থকদের সমর্থনের জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের সাথে থাকবেন। এই গ্রুপে প্রচুর প্রতিভা রয়েছে এবং আমার কোন সন্দেহ নেই যে তারা এই গ্রুপকে নেতৃত্ব দেবে এবং উপরে নিয়ে যাবে।'

এর আগে গত বছরের মার্চে অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ড থেকে অবসর নেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮৩ ম্যাচে ১২ হাজার ৩২ রান করেন তিনি। বাঁহাতি এই ব্যাটারের নামের পাশে রয়েছে ৩২টি সেঞ্চুরি ও ৫৮টি হাফ সেঞ্চুরি।

প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা ইনিংসটি ২১৪ রানের। ২০০৯ সালে ভিক্টোরিয়ার বিপক্ষে অপরাজিত এই ইনিংস খেলেছিলেন মার্শ। অস্ট্রেলিয়ার হয়ে মার্শ টেস্টে তার অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে তার ইনিংসটি ছিল ১৪১ রানের।