বিগ ব্যাশ

ব্রিসবেনকে চ্যাম্পিয়ন করে রেনেগেডসে ব্রাউন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:12 বৃহস্পতিবার, 11 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আগের ম্যাচে সেঞ্চুরি করা জশ ব্রাউন ফাইনালেও খেলেছেন পঞ্চাশ পেরোনো ইনিংস। ব্রাউনের হাফ সেঞ্চুরির পর দুর্দান্ত বোলিংয়ে ব্রিসবেন হিটের শিরোপা জয় নিশ্চিত করেন স্পেন্সার জনসন। ব্রিসবেনের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরই দল ছাড়ছেন ব্রাউন। আগামী দুই বছরের জন্য ব্রিসবেন ছেড়ে মেলবোর্ন রেনেগেডসে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। সবশেষ মৌসুমে ব্যাট-প্যাড তুলে রেখেছেন বিগ ব্যাশ থেকেও। ফিঞ্চের বদলি হিসেবেই ব্রিসবেন থেকে ব্রাউনকে দলে টেনেছে মেলবোর্ন রেনেগেডস। জ্যাক ফ্রেশার ম্যাকগার্কের সঙ্গে ওপেনিং করতে দেখা যাবে ব্রাউনকে।

সবশেষ দুই মৌসুমে ব্রিসবেনের হয়ে নিজেকে নতুনভাবে চিনিয়েছেন ব্রাউন। বিগ ব্যাশে নিজের প্রথম ২৩ ম্যাচে ২৭.১৩ গড়ে ৬২৪ রান করেছেন ডানহাতি এই ওপেনার। যেখানে ১৪৯.৬৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ৩০ বছর বয়সি এই অজি ক্রিকেটার। তবে আলোচনায় আসেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ১৪০ রানের ইনিংস খেলে।

ইনিংসটি খেলতে ১০টি চারের সঙ্গে ১২টি ছক্কা মেরেছিলেন ব্রাউন। বিগ ব্যাশে এর আগে এক ইনিংসে এত ছক্কা মারতে পারেননি আর কেউ। ১১টি করে ছক্কা মারার রেকর্ড ছিল ক্রিস গেইল, ক্রেইগ সিমন্স এবং ক্রিস লিনের। এদিকে ফাইনালেও হাফ সেঞ্চুরি করেছিলেন ব্রাউন। সবাই যখন ব্যর্থ হন তখন তিনি খেলেন ৫৩ রানের ইনিংস।

এমন একজন ওপেনারকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত রেনেগেডসের জেনারেল ম্যানেজার জেমস রোসেনগার্টেন। এক বিবৃততে তিনি বলেন, ‘জশকে আমাদের দলে নিতে পেরে আমরা বেশ রোমাঞ্চিত। আমাদের ব্যাটিং অর্ডারে জশের ভূমিকা কি হবে সেটা আমরা খুঁজে বের করেছি, যা কিনা এবছর নতুন মাত্রা যোগ করবে।’

রেনেগেডসে যোগ দিয়ে ব্রাউন বলেন, ‘(ব্রিসবেন) হিটের সঙ্গে আমি আমার সময়টা উপভোগ করেছি। তারাই আমাকে সুযোগ করে দিয়েছিল, যার জন্য আমি সবসময় তাদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং তাদের হয়ে শিরোপা জয়ের স্মৃতিগুলো সারাটা জীবন নিয়ে বেড়াবো। কিন্তু আমি কিছু নতুন চ্যালেঞ্চের জন্য রোমাঞ্চিত এবং আশা করি রেনেগেডসের হয়েও একই ধরনের সাফল্য পাবো।’