Connect with us

বিশ্ব ক্রিকেট

স্মিথ, কোহলিকে ছাড়াই উইজডেনের বছর সেরা টেস্ট দল


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রীড়া গ্রন্থ হিসেবে পরিচিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমনাক। এই ক্রীড়া পত্রিকাটি বছর শেষ সেরা টেস্ট একাদশ প্রকাশ করে থাকে। মঙ্গলবার নিজস্ব ওয়েবসাইটে এ বছরের সেরা টেস্ট দল ঘোষণা করেছে তাঁরা।

আশ্চর্যজনক হলেও সত্যি তাদের প্রকাশিত সেরা একাদশে কোন ভারতীয় ক্রিকেটারের জায়গা হয়নি। সেরা ১১ জনের ৩ জন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের, ২ জন করে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার এবং ১ জন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রয়েছেন। ভারতীয়দের সঙ্গে কোন বাংলাদেশী ক্রিকেটারও নেই উইজডেনের এই বছর সেরা টেস্ট দলে।

এমনকি টেস্টের এক নম্বর ও দুই নম্বর ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও বিরাট কোহলিরও জায়গা হয়নি এই টেস্ট দলে। অন্যদিকে টেস্টে র‌্যাঙ্কিংয়ের সেরা বোলার প্যাট কামিন্সেরও সেরা একাদশে রাখেনি এই ক্রীড়া সাময়িকীটি।

উইজডেনের বছর সেরা দলটিতে অধিনায়ক হিসেবে আছেন নিউজিল্যান্ড জাতীয় দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর সঙ্গে তারই স্বদেশী টিম সাউদি এবং কাইল জেমিসনও রয়েছেন। ঘরের মাঠে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কার স্বরূপ জেমিসনকে সেরা টেস্ট দলে রেখেছে উইজডেন।



টেস্ট দলটিতে উদ্বোধনী জুটিতে রয়েছেন ইংল্যান্ডের ডম সিবলি ও পাকিস্তানের শান মাসুদ। এরপর তিন নম্বর পজিশনে রয়েছেন অধিনায়ক উইলিয়ামসন। চার ও পাঁচ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন এবং পাকিস্তানের অধিনায়ক বাবার আজম।

উইজডেনের সেরা একাদশটিতে একমাত্র অলরাউন্ডার বেন স্টোকস। বিশ্বকাপ জয়ী এই অলরাউন্ডার ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। উইকেটরক্ষক হিসেবে দলটিতে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। তিনিই দক্ষিণ আফ্রিকার একমাত্র ক্রিকেটার হিসবে জায়গা পেয়েছেন।

পেস অ্যাটাকের নেতৃত্বে রয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। তাঁকে সঙ্গ দিতে রয়েছেন দুই কিউই পেসার সাউদি এবং জেমিসন। তিনজন পেস বোলার থাকলেও একাদশটিতে রয়েছেন মাত্র একজন স্পিনার। অস্ট্রেলিয়ার নাথান লায়ন টেস্টে দুর্দান্ত বল করার স্বীকৃতি হিসেবে ‌উইজডেনের ২০২০ এর বছর সেরা একাদশে জায়গা পেয়েছেন।

উইজডেনের বছর সেরা টেস্ট দল (২০২০):

ডম সিবলি (ইংল্যান্ড), শান মাসুদ (পাকিস্তান), কেন উইলিয়ামসন, মার্নাস লাবুশেন, বাবার আজম ৬, বেন স্টোকস,  কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কাইল জেমিসন, স্টুয়ার্ট ব্রড, টিম সাউদি, নাথান লায়ন

সর্বশেষ

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

আইসিসির মে মাসের সেরার দৌড়ে শান্ত

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

হঠাৎই মিরপুরে সাকিব

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

ইয়র্কশায়ারের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

আইপিএলের টাকা নয়, দেশের হয়ে ১০০ টেস্ট খেলতে চান স্টার্ক

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

পাকিস্তানের ‘হাইব্রিড মডেল’ প্রস্তাবে রাজি নয় বাংলাদেশ-শ্রীলঙ্কা

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

অবসর ভাঙিয়ে মঈনকে অ্যাশেজে ফেরাচ্ছে ইংল্যান্ড!

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

ভারত সিরিজের পর অক্টোবরে বাংলাদেশে আসবে পাকিস্তান

৫ জুন, সোমবার, ২০২৩

ফাইনাল ও অ্যাশেজে অস্ট্রেলিয়ার পরামর্শক অ্যান্ডি ফ্লাওয়ার

৫ জুন, সোমবার, ২০২৩

লাল বলে দিপু-মুশফিককে নিয়ে আশায় বুক বাঁধছেন নান্নু

৫ জুন, সোমবার, ২০২৩

যুক্তরাষ্ট্র থেকে সরে যাচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ!

আর্কাইভ

বিজ্ঞাপন