Connect with us

আফগানিস্তান - আয়ারল্যান্ড সিরিজ

ডকরেল, পোর্টারফিল্ড, র‌্যানকিনদের ছাড়া আয়ার‌ল্যান্ডের দল ঘোষণা


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে সুপার লিগের অংশ হিসাবে আগামী বছরের জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। আসন্ন এই সিরিজ দুটিকে সামনে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

করোনা পরিস্থিতিতে গেল আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে তারা। যেখানে ২-১ ব্যবধানে সিরিজ হারে তারা। সেই সিরিজের বেশিরভাগ ক্রিকেটারই দলে জায়গা ধরে রেখে। সেই ইংল্যান্ড সিরিজে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করা কার্টিস ক্যাম্পার দলে জায়গা ধরে রেখেছেন। ওই সিরিজেই অভিষেক হয় দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এই ক্রিকেটার।

যদিও সংযুক্ত আরব আমিরাত এবং আফগানিস্তানের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে জর্জ ডকরেল, উইলিয়াম পোর্টারফিল্ড এবং বয়েড র‌্যানকিনের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের জায়গা হয়নি।

এছাড়া রশিদ খানদের বিপক্ষে দেখা যাবে না উইকেটরক্ষক ব্যাটসম্যান গ্যারি উলসনকে। ওই সিরিজ চলাকালীন দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার কথা রয়েছে তাঁর। যে কারণে তাকে পিতৃত্বকালীন ছুটি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তাঁর বদলি হিসেবে উইকেটক্ষক ব্যাটসম্যান নীল রককে।



সিরিজ দুটির সূচি ও ভেন্যু পরে ঘোষণা করা হবে। সিরিজ শুরুর আগে প্রত্যেক ক্রিকেটার এবং স্টাফদেরকে করোনা নেগেটিভ হতে হবে। কেউ করোনা পজেটিভ হলে তাকে আইসোলেশনে থাকতে হবে। সেই সঙ্গে ‍পুরো সিরিজ দুটি হবে জৈব সুরক্ষা বলয়ের মাঝে এবং দর্শকশূন্য স্টেডিয়ামে।

আয়ারল্যান্ডের স্কোয়াড:
অ্যান্ড্রু বার্লবার্নি (সি), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, ডেভিড ডেলানি, গ্যারেথ ডেলানি, জোস লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককলাম, কেভিন ও ব্রায়েন, নীল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লোরকান টকার এবং ক্রেগ ইয়াং।

সর্বশেষ

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

আইসিসির মে মাসের সেরার দৌড়ে শান্ত

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

হঠাৎই মিরপুরে সাকিব

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

ইয়র্কশায়ারের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

আইপিএলের টাকা নয়, দেশের হয়ে ১০০ টেস্ট খেলতে চান স্টার্ক

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

পাকিস্তানের ‘হাইব্রিড মডেল’ প্রস্তাবে রাজি নয় বাংলাদেশ-শ্রীলঙ্কা

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

অবসর ভাঙিয়ে মঈনকে অ্যাশেজে ফেরাচ্ছে ইংল্যান্ড!

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

ভারত সিরিজের পর অক্টোবরে বাংলাদেশে আসবে পাকিস্তান

৫ জুন, সোমবার, ২০২৩

ফাইনাল ও অ্যাশেজে অস্ট্রেলিয়ার পরামর্শক অ্যান্ডি ফ্লাওয়ার

৫ জুন, সোমবার, ২০২৩

লাল বলে দিপু-মুশফিককে নিয়ে আশায় বুক বাঁধছেন নান্নু

৫ জুন, সোমবার, ২০২৩

যুক্তরাষ্ট্র থেকে সরে যাচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ!

আর্কাইভ

বিজ্ঞাপন