সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট

আরব আমিরাতের নতুন সংযোজন 'ডি-২০'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:26 মঙ্গলবার, 08 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ ওভারের নতুন একটি ক্রিকেট টুর্নামেন্ট চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। যেটির নাম রেখেছে তাঁরা 'ডি-২০' বা দুবাই টুয়েন্টি। এই টুর্নামেন্টটিকে জাতীয় দলের প্রতিভা অন্বেষণের প্লাটফর্ম হিসেবে ঘোষণা করেছে দেশটি।

ক্রিকেটের সঙ্গে আরব আমিরাতের সম্পর্কটা বেশ পুরনো। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী দেশ হিসেবে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেললেও আন্তর্জাতিক ক্রিকেট এখনো প্রতিষ্ঠিত হতে পারেনি তাঁরা।

এবার জাতীয় দল মজবুত করার উদ্দেশ্য নতুন এই উদ্দ্যোগটি গ্রহণ করেছে মধ্য প্রাচ্যের দেশটি। ৬ টি দল নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টটি শুরু হয়েছে গত ৬ ডিসেম্বর। টুর্নামেন্টটিতে মোট ম্যাচ সংখ্যা ৩৩ টি। ১৬ ডিসেম্বরে ফাইনালের মাধ্যমে শেষ হবে ডি-২০ লিগের প্রথম আসর।

এবারই প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু করলেও এর আগে দুটি টি-টেন টুর্নামেন্ট আয়োজন করেছিল আরব আমিরাত। এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় প্রতিভা খুঁজে বের করে জাতীয় দলের সমৃদ্ধ করার সর্বাত্বোক চেষ্টা চালিয়ে যাচ্ছে আমিরাত ক্রিকেট বোর্ড।

টুর্নামেন্টটির সকল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো সম্প্রচারিত হচ্ছে ডি-২০ এর অফিশিয়াল ফেসবুক পেজে। এই টুর্নামেন্টটির অফিশিয়াল স্পন্সর ড্রিম ইলাভেন। যারা কিনা আইসিসির সহযোগি অঙ্গসংগঠন।