মেজর ক্রিকেট লিগ

শাহরুখের পর যুক্তরাষ্ট্রের ক্রিকেটে আরও দুই ভারতীয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:59 সোমবার, 07 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

দেশের ক্রিকেটের উন্নতি করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। আগামী ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে ইতোমধ্যে বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়ে দল গড়তে শুরু করেছে তারা। নিজেদের ক্রিকেটারদের উন্নতির কথা মাথায় রেখে আগামী ২০২২ সালে থেকে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক মেজর ক্রিকেট লিগ।

আর সেখানেই ঘাঁটি গাড়তে উঠে পড়ে যেন লেগেছে ভারতীয়রা। বলিউড সুপারস্টার শাহরুখ খানের পর এবার মেজর লিগে দল কিনতে যাচ্ছেন আরও দুই ভারতীয়। তারা হলেন, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ও অ্যাডোবের সিইও শান্তনু নারায়ণ। তারা দুজনের ভারতের হায়দরাবাদের বাসিন্দা।

৫০ বছর বয়সি নাদেলা হায়দরাবাদ পাবলিক স্কুলে পড়ার সময় থেকেই নিয়মিত ক্রিকেট খেলতেন। যদিও পরবর্তীতে ক্রিকেটে ক্যারিয়ার গড়া হয়ে উঠেনি। সেই সঙ্গে তিনি ভারতের সাবেক ক্রিকেটার এমএল জয়সিমার ভক্ত। সূত্রের দেয়া তথ্য অনুযায়ী, সিয়াটেল শহরের নামে দল কিনবেন তারা।

উল্লেখ্য, মাইক্রোসফটের প্রধান কার্যালয় তথ্য প্রযুক্তির প্রাণকেন্দ্র সিয়াটেলে। যে কারণে এই শহরের নামেই মেজর লিগে নেয়া দলের মালিকানা থাকবেন ভারতীয় বংশোদ্ভুত নাদেলা। সেই পরিকল্পনা মাথায় রেখে ইতোমধ্যে ওয়াশিংটনের রেডমন্ডে স্টেডিয়ামও তৈরি করছেন তিনি।

অন্যদিকে, নারায়ণও নাদেলার মতোই হায়দরাবাদের মানুষ। অ্যাডোবে সংস্থাটির প্রধান কার্যালয় আবার ক্যালিফোর্নিয়ায়, যেখানে আমেরিকা ক্রিকেট এন্টারপ্রাইজের প্রধান এছাড়াও এনবিএ-র ডালাস মাভেরিকের কর্ণধার পেরোট জুনিয়রের নাম জড়িয়েছে এই টুর্নামেন্টের সঙ্গে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সফল হওয়ায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবং দক্ষিণ আফ্রিকার সুপার লিগে দল নিয়েছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানের নাইট রাইডার্স। আর এবার আমেরিকার মেজর ক্রিকেট লিগে বিনিয়োগ করতে যাচ্ছে দলটি।

সবকিছু ঠিক থাকলে ২০২২ সাল থেকে নাইট রাইডার্সের দল দেখা যাবে যুক্তরাষ্ট্রের ক্রিকেট লিগটিতে। কেননা সে বছর থেকেই মাঠে গড়াবে টুর্নামেন্টটি। ভারতীয় সংবাদমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী, আগামী বছর অনুষ্ঠিতব্য 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টে দল নিচ্ছে নাইট রাইডার্স। এ নিয়ে বর্তমানে টুর্নামেন্টটির আয়োজকদের সঙ্গে কথা চলছে ফ্র্যাঞ্চাইজিটির।