Connect with us

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

‘উইকেট খুবই খারাপ’


প্রকাশ

:


আপডেট

:

ছবি : তানভীন তামিম / ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। ভিন্নতা হয়নি এবারের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টেও। এবারের টুর্নামেন্টের উইকেট খুবই খারাপ বলে মন্তব্য করেছেন খালেদ মাহমুদ সুজন।

যে কোন টুর্নামেন্ট শুরুর আগে আলোচনায় থাকে কেমন হবে মিরপুরের উইকেট। ভিন্ন কিছু হয়নি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগেও। টুর্নামেন্ট শুরুর আগে উইকেট নিয়ে আশার কথা শোনানো হলেও খেলা শুরু হওয়ার পর দেখা গেছে ভিন্ন চিত্র। এখন পর্যন্ত চলতি টুর্নামেন্টের ১০ ম্যাচ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ২০০ রানের দলীয় স্কোর দেখা যায়নি।

২০০ রান তো দেখাই যায়নি উল্টো দুটি ম্যাচে দলীয় সংগ্রহ দেখা গেছে ১০০ এর নিচে। সর্বোচ্চ ১৭০ এর অধিক দুটি ইনিংস দেখা গেছে। আর বাকি ম্যাচগুলো হয়েছে ১৩০ কিংবা ১৫০ এর আশেপাশে। টুর্নামেন্টের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী উইকেট না পেয়ে তাই হতাশা প্রকাশ করেছেন বেক্সিমকো ঢাকার কোচ।

এ প্রসঙ্গে সুজন বলেন, ‘ছেলেদের মতে বল একটু গ্রিপ করছে। অন্য দলের ছেলেদের কাছ থেকেও শুনি। আমি নিজে যেহেতু ব্যাটিং করিনা তাই বলতে পারিনা। কিন্তু যেহেতু লো স্কোরিং হচ্ছে বুঝাই যাচ্ছে উইকেটে ওরকম পেস ছিল না। মারার মতো যে পেস থাকা দরকার সেটা ছিল না।’

তিনি আরও বলেন, ‘দুই দলের বোলাররা ভালো ব্যবহার করেছে। রাতের খেলায় যেহেতু কুয়াশা তাই বল স্লিপ করে ব্যাটে চলে গেছে। যার জন্য বড় স্কোরের একটা ম্যাচ হয়েছে। এমনিতে আমি বলবো উইকেট খুবই খারাপ। আমার মনে হয় আমাদের মানিয়ে নিয়ে ব্যাটিং করতে হবে।

সুজন উইকেট নিয়ে সন্তুষ্ট হতে না পারলেও উইকেটের পক্ষে কথা বলেছেন খুলনার ব্যাটিং কোচ আফতাব আহমেদ। তিনি জানিয়েছেন, উইকেট নিয়ে তাঁর কোন অভিযোগ নেই। এ প্রসঙ্গে আফতাব বলেন, ‘উইকেট খুবই ভালো। লাস্ট ম্যাচে ১৭০ এর বেশি প্রায় তাড়া করে ফেলছিল। উইকেট নিয়ে কোন অভিযোগ নেই।’

সর্বশেষ

২৪ জানুয়ারী, রবিবার, ২০২১

আরেকটি হোয়াইওয়াশ নাকি উইন্ডিজদের ঘুরে দাঁড়ানো

২৪ জানুয়ারী, রবিবার, ২০২১

বড় রানের খোঁজে ওয়েস্ট ইন্ডিজ

২৪ জানুয়ারী, রবিবার, ২০২১

শাস্ত্রীর মতো হতে চান সুন্দর

২৪ জানুয়ারী, রবিবার, ২০২১

রুটের রান ফোয়ারা থামছেই না

২৪ জানুয়ারী, রবিবার, ২০২১

দক্ষিণ আফ্রিকা সিরিজ আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে না: মিসবাহ

২৪ জানুয়ারী, রবিবার, ২০২১

বাংলাদেশ গেমসে খেলবে নারী ক্রিকেট দল

২৪ জানুয়ারী, রবিবার, ২০২১

পাকিস্তানের চূড়ান্ত দলে ৬ নতুন মুখ

২৪ জানুয়ারী, রবিবার, ২০২১

প্রতিপক্ষ ভারত-অস্ট্রেলিয়া হলেও প্রস্তুত থাকতেন হাসান

২৪ জানুয়ারী, রবিবার, ২০২১

ভেটরির বিকল্প খুঁজছে বাংলাদেশ

২৪ জানুয়ারী, রবিবার, ২০২১

হোয়াইটওয়াশে চোখ তামিমের

আর্কাইভ

বিজ্ঞাপন