ম্যারাডোনার মৃত্যু

ম্যারাডোনা কাঁদালেন মাশরাফিদেরও

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:35 বৃহস্পতিবার, 26 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ম্যারাডোনার মৃত্যুতে কাঁদছে পুরো ফুটবল দুনিয়া। এর প্রভাব পড়েছে দেশের ক্রিকেটারদের ভেতরও। স্বজন হারানোর ব্যথায় কাঁদছেন মাশরাফি-সাকিবরা। আর তাই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন দেশের ক্রিকেটাররা।

ম্যারাডোনার একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা লিখেন, 'শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিলোনা, আর আসবেও না।'

'ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম। তোমার বা পায়ের আঁকা নিখুদ গোলের ছবি গুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে যাদুকর। দি ড্রিবলিং মাস্টার। দিয়াগো আরমান্দো মারাদোনা।'

কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুতে শোক জানিয়ে নিজের ফেসবুক পেজে সাকিব আল হাসান লিখেন, 'এমন কয়েকজন খেলোয়াড় থাকে যাদের জনপ্রিয়তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায়। যারা সব প্রজন্মের কাছে কিংবদন্তী হয়ে উঠেন।'

'দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা এমনি একজন খেলোয়াড় ছিলেন। খেলার মাঠে তার অবিশ্বাস্য প্রতিভা আর ফুটবলের প্রতি ভালোবাসার কথা না বল্লেই না। খেলার মাঠে তিনি সবসময়ই পরিচয় দিয়েছেন বুদ্ধিমত্তার। তাঁর মত কিংবদন্তী খেলোয়াড় ছিলো বলেই, ফুটবল আমাদের এত আনন্দ দেয়। বিদায়, দিয়েগো!'

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিজের ফেসবুকে পেইজে লিখেন, 'ওপারে ভালো থাকবেন। ডিয়েগো ম্যারাডোনা (১৯৬০-২০২০)।

জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ম্যারাডোনার একটি ছবি পোস্ট করে লিখেন, 'একজন কিংবদন্তি, যিনি প্রজন্মকে অনুপ্রাণিত করেছিলেন। ওপারে ভালো থাকবেন ডিয়েগো ম্যারাডোনা।'

পেসার রুবেল হোসেন লিখেছেন, 'চিরবিদায় ফুটবলের জাদুকর, আর্জেন্টাইন ফুটবলের রাজপুত্র।'

সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস ফুটবল ঈশ্বরের মৃত্যুতে শোক জানিয়ে লিখেছেন, 'মাঠের বাইরে তিনি আদর্শ ছিলেন না। তবে মাঠের ভিতরে কেউ তার সমান ছিলনা। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে ফুটবল ভালোবাসানোর জন্য। আপনি সর্বকালের সেরা ফুটবলার। আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন...।'

এছাড়াও সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ম্যারাডোনার ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 'শান্তিতে ঘুমাও, কিংবদন্তি।'