ম্যারাডোনার মৃত্যু

ম্যারাডোনার মৃত্যুতে শোকাচ্ছন্ন ক্রিকেট বিশ্ব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 05:20 বৃহস্পতিবার, 26 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

সবাইকে কাঁদিয়ে হুট করেই পরপারে চলে গেছেন ফুটবলের 'ঈশ্বর' খ্যাত ডিয়েগো ম্যারাডোনা। তাঁর মৃত্যুতে ফুটবল অঙ্গনের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রিকেট মহলে।

বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা। কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুতে শোক জানিয়েছেন তারকা ক্রিকেটাররা।

কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়ে লিখেছেন, '৮০এর দশকে আমি ফুটবল দেখেই বড় হয়েছি। সেসময় একজনই ছিল যার খেলা আমাকে বিস্মিত করতো এবং তিনি হচ্ছেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।'

'তার চলে যাওয়ার খবরের দিনটি আমাদের জন্য খুবই দুঃখের একটি দিন। গৌরব নিয়ে আপনার আত্মা শান্তি পাক। আপনি সেরাদের একজন।'

ভারতের অন্যতম সফল অধিনায়ক এবং বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি টুইট করে লিখেছেন, 'আমার নায়ক আর নেই। মাই ম্যাড জিনিয়াস রেস্ট ইন পিস। আমি ফুটবল দেখতাম শুধু তোমার জন্যই।'

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ফুটবল ঈশ্বরের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন, 'ফুটবল এবং বিশ্ব ক্রীড়াঙ্গন আজ সর্বকালের সেরা খেলোয়াড়দের একজনকে হারাল। ওপারে ভালো থাকবেন দিয়েগো ম্যারাডোনা। আমরা আপনাকে মিস করব।'

শ্রীলঙ্কার সাবেক পেস কিংবদন্তি চামিন্দা ভাস টুইট করেছেন, 'ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ছিলেন। ওপারে ভালো থাকবেন।'

পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের শোক প্রকাশ করে জানান, 'হৃদয় ভাঙার মতো খবর। ওপারে ভালো থাকবেন ম্যারাডোনা।'

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত পাকিস্তানি সাবেক পেসার শোয়েব আখতার টুইটে লিখেছেন, 'কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর খবর শুনে খুবই খারাপ লাগছে। সব ক্রীড়াবিদের সবসময়ের প্রেরণা হয়ে থাকবেন। তার কীর্তি সর্বদা অক্ষুণ্ন থাকবে।'

কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা টুইট করেছেন, 'আইকন এবং লিজেন্ডের চলে যাওয়ার মতো দুঃখের সংবাদ আর হতে পারে না। যে মানুষটা একটা যুগের প্রতিনিধিত্ব করেছেন, বিশ্বজুড়ে লাখো মানুষের অনুপ্রেরণা ছিলেন। ওপারে ভালো থাকবেন দিয়েগো ম্যারাডোনা।'

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেন ভন শোক প্রকাশ করে লিখেন, 'খেলার জগতে খুব বেশি মানুষ বলতে পারবে না, তারা একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। কিন্তু সর্বকালের সেরারা কয়েকটি প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারেন। ম্যারাডোনা ঠিক সেটাই করেছেন। দ্য গ্রেটেস্ট। ওপারে ভালো থাকবেন।'