promotional_ad

বোলিং অ্যাকশনের দায়ে আবারও নিষিদ্ধ প্যাটেল

সংগৃহীত
promotional_ad

||ডেস্ক রিপোর্ট||


বোলিং অ্যাকশনের দায়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞা পাওয়া ক্রিকেটের নতুন কোন বিষয় নয়। এবার সেই তালিকায় ‍যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের নিসর্গ প্যাটেল। তাঁর বোলিং অ্যাকশন অবৈধ মনে করায় এই স্পিনারকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থাটি।


চলতি বছরের ১১ ফেব্রুয়ারি নেপালের মাটিতে ওমানের বিপক্ষে খেলার সময় তাঁর বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনা হয়। সেদিন সাত ওভার বোলিং করে ৩৭ রান দিয়ে কোন উইকেট পাননি তিনি। অভিযোগ ওঠার পরই তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল আইসিসি।


promotional_ad

বোলিং অ্যাকশন শোধরে ওঠার সুযোগ দিলেও তাতে ব্যর্থ হয়েছেন তিনি। যে কারণে আরও এক দফা আইসিসির নিষেধাজ্ঞায় পড়েন যুক্তরাষ্ট্রের এই অলরাউন্ডার। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, আবারও তার বোলিংয়ের জন্য অনুমোদিত ১৫ ডিগ্রির সীমা ছাড়িয়ে গেছে। যে কারণে তাঁর বিরুদ্ধে স্থগিতাদেশ অব্যাহত রেখেছে। তবে নিজের বোলিং সংশোধন করে আবারও আবেদন করতে পারবেন।


আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘প্যাটেল, নিয়ম মেনে তার বোলিং অ্যাকশনটি সংশোধন করে পুনর্নির্ধারণের জন্য আবেদন করতে পারবেন।’


আইসিসির স্বীকৃত জাতীয় ক্রিকেট ফেডারেশন দ্বারা আয়োজিত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে তিনি স্থগিত থাকাকালীন, আইসিসির বিবৃতিতে বলা হয়েছে যে, ‘ইউএসএ ক্রিকেটের সম্মতিতে প্যাটেল ইউএসএ ক্রিকেটের পৃষ্ঠপোষকতায় গৃহীত ক্রিকেট ইভেন্টে বোলিং করতে পারবেন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball