বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

চট্টগ্রামের নেতৃত্বে মিঠুন

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 21:08 বুধবার, 18 নভেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামকে নেতৃত্ব দেয়া হয়েছে মোহাম্মদ মিঠুনের কাঁধে। নেতৃত্বের লড়াইয়ে মুমিনুল হক এবং সৌম্য সরকারের নাম শোনা গেলেও জাতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যানের উপরই ভরসা রেখেছে দলটি।

নেতৃত্ব পাওয়ার বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন মোহাম্মদ মিঠুন নিজেই। তিনি বলেছেন, 'আমি চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।'

ড্রাফট থেকে মুস্তাফিজুর রহমান এবং সৌম্য ছাড়া আর কোনো তারকা ক্রিকেটার দলে ভেড়াতে পারেনি তারা। যদিও তরুণ এবং অভিজ্ঞতার মিশেলে নিজেদের দল নিয়ে বেশ সন্তুষ্ট চট্টগ্রাম।

তাদের দলে আছেন মোসাদ্দেক হোসেন এবং তাইজুল ইসলামের মতো জাতীয় দল মাতানো ক্রিকেটার। এ ছাড়া মাহমুদুল হাসান এবং মেহেদী হাসানের তরুণ ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে তারা।

ঘরোয়া ক্রিকেট মাতানো শামসুর রহমান, জিয়াউর রহমান এবং নাহিদুল ইসলামকে স্কোয়াডে ভিড়িয়েছে তারা। আলোচিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পর্দা উঠছে আগামী ২৪ নভেম্বর। নিজেদের প্রথম ম্যাচে ২৬ নভেম্বর বেক্সিমকো ঢাকার বিপক্ষে খেলবে তারা।

গাজী গ্রুপ চট্টগ্রাম স্কোয়াডঃ মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মো. মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, মো. সৈকত আলী, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদি হাসান।