বাংলাদেশ ক্রিকেট

সাকিবের করোনা পরীক্ষা সম্পন্ন

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 15:45 শনিবার, 07 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের দেয়া (আইসিসি) নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন সাকিব আল হাসান। শনিবার তাঁর করোনা পরীক্ষা করা হয়েছে। এমনটাই জানিয়েছে বিসিবি।

করোনা পরীক্ষার ফলাফল পাওয়ার পরই ফিটনেস পরীক্ষার জন্য তৈরি হবেন ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডার। ফিটনেস টেস্ট উতরে গেলেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি খেলতে পারবেন সাকিব। তাই তাঁর করোনা পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছে বিসিবিও।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন, 'সে তাঁর করোনা পরীক্ষা সম্পন্ন করেছে। আমরা দ্রুতই তাঁর ফলাফল পাওয়ার ব্যাপারে আশাবাদী এবং নেগেটিভ প্রমাণিত হলে সে ফিটনেস টেস্টে অংশ নেবে।'

এর আগে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, টি-টোয়েন্টি কাপে অংশ নিতে অবশ্যই সব খেলোয়াড়কে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। আগামী সোমবার থেকে শুরু হবে দুই দিন ব্যাপী এই ফিটনেস পরীক্ষা।

সাকিব প্রথম গ্রুপের সঙ্গে ফিটনেস পরীক্ষা দেবেন। তবে জাতীয় দলের স্কিল ক্যাম্প, হাই পারফরম্যান্স (এইচপি) ও অনূর্ধ্ব-১৯ স্কোয়াডের ক্রিকেটাররা ফিটনেসের প্রক্রিয়াতে থাকার কারণে তাদের এই পরীক্ষায় অংশ নিতে হচ্ছে না।

দেশের মোট ১১৩ জন ক্রিকেটারকে ডাকা হয়েছে ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য। যদিও এই তালিকায় নেই মাশরাফি বিন মুর্তজা। কদিন আগেই তিনি হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন। শারীরিক অবস্থা বুঝেই তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি।