আইপিএল

সাইনি কবে খেলতে পারবেন, জানেন না ফিজিও

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:27 সোমবার, 26 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

গত রবিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে নিজের শেষ ওভার করার সময় আঙুলের চোটে পড়েছেন রয়্যাল চ্যালেন্জার্স বেঙ্গালুরুর পেস বোলার নবদ্বীপ সাইনি।  নিজের বোলিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের বুড়ো আঙ্গুলে আঘাত পান তিনি।

ঐ বলটি যে সোজা সাইনির ডান হাতে বুড়ো আঙ্গুলে আঘাত হানে। ফলে  মাঠ ছেড়ে উঠে যেতে হয় তাকে। পরে বেঙ্গালুরুর ফিজিও টিমের সদস্যরা দ্রুতই সাইনিকে পর্যবেক্ষণ শুরু করেন। আগামী ২৪ ঘণ্টা সাইনিকে নিজের তত্ত্বাবধানে রাখবেন বেঙ্গালুরুর ফিজিও ইভান স্পিচলি।

সাইনি কবে ম্যাচ খেলতে পারবেন এই ব্যাপারে নিশ্চিত নন তিনি। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ শেষে স্পিচলি বলেছেন, 'শেষ বলটিতে আঙ্গুল বিভক্ত হয়ে যায়  সাইনির।  তিনি ডান হাতের বুড়ো আঙ্গুলে আঘাত পেয়েছিলেন। ভাগ্যিস আমাদের একজন ভাল শল্যচিকিৎসক ছিলেন। তিনি খুব ভালো অস্ত্রোপাচার করেছেন। পরের ম্যাচের জন্য সে খেলতে পারবে কিনা তা আমরা তা রাতারাতি পর্যবেক্ষন করব। তিনি কখন সেরে উঠবেন তা নিশ্চিত করে বলতে পারছি না। তবে আশা করি তিনি পরের ম্যাচে খেলতে পারবেন।'

২০১৬ সালে ঠিক একই ইন্জুরিতে ভুগেছিলেন বিরাট কোহলি। ঐ সময় কোহলির হাতে ৯টি সেলাই দিতে হয়েছিল। তারপরেও খেলা চালিয়ে যেতে অসুবিধা হয়নি তার। ঐ সময় এক মৌসুমে  ৯৭৩ রান সংগ্রহ করেছিলেন কোহলি। যা একজন ব্যাটসম্যানের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড।

তবুও কোহলির ইনজুরির সঙ্গে সাইনির ইনজুরি মেলাতে নারাজ স্পিচলি। এই ধরণের ইন্জুরি খেলোয়াড়দের সহ্য ক্ষমতার উপর নির্ভর করে বলে মনে করেন অভিজ্ঞ এই ফিজিও।

তিনি বলেন, '৪-৫ বছর আগে বিরাটও কলকাতায় একই ইন্জুরিতে পরেছিল।  তারপর আমাদের একজন প্লাস্টিক সার্জন ওর হাতে সেলাই করে দিয়েছিল। আমরা শুধু মাত্র তার রক্ত পড়া বন্ধ করেছিলাম। কিংস ইলেভের পাঞ্জাবের বিপক্ষে ঐ ম্যাচে সে শত রান করেছিল। দুর্ভাগ্যবশত ইন্জুরি দুটোকে আপনি এক করতে পারবেন না। কেউ এটাকে(হাতের ইন্জুরি) সহ্য করতে পারে এবং কেউ পারে না।'

সাইনির ইন্জুরিটি ডান হাতের বুড়ো আঙ্গুলে হওয়ায় বোলিংয়ে ব্যাথা অনুভব করতে পারেন।  তাই ফিজিও নিজেও নিশ্চিত নন ঠিক কবে সেরে উঠবেন তিনি। বেঙ্গালুরুর ফিজিও বলেন, 'সাইনির  ইন্জুরিটি কিন্তু ডান হাতে যে হাত দিয়ে সে বল করে। তাই এটা তার উপর প্রচন্ড চাপ সৃষ্টি করতে পারে। আমি নিশ্চিত নই সে কখন খেলার জন্য সেরে উঠতে পারবে। আমি আশা করছি, সে পরের ম্যাচে জন্য সেরে উঠবে এবং বাকি টুর্নামেন্ট জুড়ে খেলে যাবে।'