আইপিএল ২০২০

ভাবনার চেয়ে ২৫ রান বেশি হয়েছে: হার্দিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:58 সোমবার, 26 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

আইপিএলের গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৯৫ রানের বড় সংগ্রহই পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ২১ বলে ২ চার ও ৭ ছক্কায় ৬০ রানের একটি টর্নেডো ইনিংস খেলে এই পুঁজিতে মূল রসদ যোগান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। 

এই ম্যাচে একের পর এক ছক্কা হাঁকানো দারুণ উপভোগ করেছেন হার্দিক। ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন এমনটা। ১৯৫ রানের দলীয় সংগ্রহ জয়ের জন্য যথেষ্ট ছিল বলেও মনে করছেন তিনি। যদিও শেষ পর্যন্ত পরাজয়ের কাতারেই থাকতে হয়েছে হার্দিককে। তবে ভাবনার চেয়ে ২৫ রান বেশি করেছে তাঁর দল বলে মনে করেন তিনি।  

এই প্রসঙ্গে মুম্বাই অলরাউন্ডার বলেন, ‘অবশ্যই, ছক্কা হাঁকানোটা ছিল মজার এবং আমি এটা উপভোগ করেছি। আমার মনে হয়েছিল যথেষ্ট রান করেছি আমরা। দ্বিতীয় স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় আমরা ১৬৫-১৭০ রান করার চিন্তা করেছিলাম। আমি যা ভেবেছিলাম তার চেয়ে ২৫ রান বেশি হয়েছে।'

বিশাল লক্ষ্য ছুঁড়ে দিলেও ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের অনবদ্য সেঞ্চুরিতে সহজেই ৮ উইকেটের বড় জয় পায় রাজস্থান। ১৪ চার ও ৩ ছক্কায় ৬০ বলে ১০৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন স্টোকস। অপরদিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান সাঞ্জু স্যামসান অপরাজিত থাকেন ৩১ বলে ৫৪ রান নিয়ে। 

এই দুই ব্যাটসম্যানকে কৃতিত্ব দিতে অবশ্য ভোলেননি পান্ডিয়া। তিনি বলেন, ‘কিছু সময়ে আপনাকে প্রতিপক্ষকেও কৃতিত্ব দিতে হবে। আমার মনে হয় তারা খুব ভালো ব্যাট করেছে। আমাদের বোলারদের বেশি কিছু করার ছিল না। এটা তাদের স্কিল, যেটা তাদের হয়ে কাজ করেছে। আমার মনে হয় তারা সুযোগ গুলো কাজে লাগিয়েছে।'

এই ম্যাচে ভাগ্যও রাজস্থানের পক্ষে ছিল বলে অভিমত পান্ডিয়ার। তাঁর বক্তব্য, ‘আমার মনে হয় এমনকি ভাগ্যও তাদের সঙ্গে ছিল। কিছু ইনসাইড এবং আউটসাইড এজ বাউন্ডারি হয়ে গেছে। তবুও তারা অসাধারণ কিছু শট খেলেছে। আমার মনে হয় না আমাদের বোলারদের হাতে খুব বেশি অপশন ছিল।’