পাকিস্তান ক্রিকেট

জৈব সুরক্ষা বলয়ে ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমা ক্রিকেটাররা: মিসবাহ

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 14:40 বৃহস্পতিবার, 22 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ উল হকের মতে জৈব সুরক্ষা বলয় নিয়ে সবচাইতে সমস্যায় পড়তে হবে পশ্চিমা দেশগুলোর ক্রিকেটারদের। এই বলয়ে টানা আবদ্ধ হয়ে খেলতে থাকলে খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন আসবে বলে আশঙ্কা প্রকাশ করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।   

আন্তর্জাতিক ক্রিকেটের পর মাঠে ফেরানো হয়েছে ফ্রাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শেষে সংযুক্ত আরব আমিরাতে চলছে আইপিএলের চলমান আসর।

সিপিএলের মতো আইপিএলও অনুষ্ঠিত হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়াম এবং জৈব সুরক্ষা বলয়ে। মিসবাহর দৃঢ় বিশ্বাস এই জৈব বলয় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করবে পশ্চিমা দেশগুলোর ক্রিকেটারদের। 

ক্রিকেট বাজ ইউটিউব চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে মিসবাহ বলেন, 'হ্যাঁ আমি বিশ্বাস করি যে এটি (জৈব সুরক্ষা বলয়) দীর্ঘায়িত হলে পশ্চিমা দেশের খেলোয়াড় ও অফিসিয়ালরা এ জাতীয় (মানসিক সমস্যা) সমস্যার সম্মুখীন হবে। কারণ তাদের সংস্কৃতি আমাদের থেকে আলাদা।'

তবে অন্যান্য দেশে ক্রিকেটারদের চেয়ে পাকিস্তানের ক্রিকেটাররা যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন মিসবাহ। আর সেকারণেই তাঁর বিশ্বাস জৈব সুরক্ষা বলয় নিয়ে নিজ দেশের খেলোয়াড়দের সমস্যা হবে না।

মিসবাহ বলেন, 'খেলোয়াড় ও টিম অফিসিয়ালরা মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হবে, যদি ক্রিকেট এখন যেভাবে চলছে, সেভাবেই চলতে থাকে।  আমি মনে করি সামাজিক পরিবেশের কারণে আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে শক্তিশালী। তারা এই সময়টা বেশ ভালোভাবেই পার করবে।’

করোনাকালীন সময়ে ইংল্যান্ড সফরে করেছে পাকিস্তান ক্রিকেট দল। প্রথমবারের মতো জৈব সুরক্ষা বলয়ে খেলতে নেমে একেবারে সুবিধা করতে পারেনি মিসবাহর শিষ্যরা। তবে ক্রিকেটীয় দিক থেকে আইসোলোটেড হয়ে খেলায় পাকিস্তানের ক্রিকেটার ও অফিসিয়ালদের মাঝে সম্পর্কের উন্নতি হয়েছে বলে মনে করছেন পাকিস্তানের প্রধান কোচ।

মিসবাহর ভাষায়, 'আমি মনে করি এটি আমাদের জন্য ভালো। কারণ ক্রিকেটার ও অফিসিয়ালদের মাঝে যোগাযোগ বেড়েছে। ক্রিকেটাররা একে অপরকে সমর্থন করেছিল। তাতে দলের ও ক্রিকেটারদের বন্ধনটা আরও দৃঢ় হয়েছে।'