প্রেসিডেন্টস কাপ ২০২০

মুস্তাফিজ-শরিফুলদের পারফরম্যান্সে মুগ্ধ প্রধান নির্বাচক

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:13 শনিবার, 17 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

বিসিবি প্রেসিডেন্টস কাপে দুর্দান্ত বোলিং করছেন পেসাররা। বিশেষ করে মুস্তাফিজুর রহমান এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী পেসার শরিফুল ইসলাম বল হাতে আলো ছড়িয়েছেন। এই দুই পেসারকে তাই প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

শীর্ষ উইকেট শিকারিদের তালিকায় রাজত্ব করছেন পেসাররা। ৬টি করে উইকেট নিয়ে সবার উপরে আছেন রুবেল হোসেন এবং আল আমিন হোসেন। সেই সঙ্গে তামিম একাদশের পেসার মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম ৪টি করে উইকেট নিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে সমালচনার মধ্যে পড়তে হয়েছে মুস্তাফিজুর রহমানকে। এই বাঁহাতি পেসার বল হাতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন চলতি প্রেসিডেন্টস কাপে। 'ক্রিকফ্রেঞ্জির' সঙ্গে একান্ত আলাপে মুস্তাফিজের পারফরম্যান্সের প্রশংসা করলেন প্রধান নির্বাচক।

এ প্রসঙ্গে নান্নু বলেন, 'সে দারুণ উন্নতি করেছে। সে দলকে শুধু গুরুত্বপূর্ণ সময়ে উইকেটই এনে দেয়নি, সে ভালো জায়গায় বলও করছে। সে দেখিয়েছে তাকে কেন অন্য উচ্চতায় রাখা হয়।'

প্রধান নির্বাচক মনে করেন জৈব সুরক্ষা বলয়ে থেকে পারফর্ম করা খুবই কঠিন। তবে তার বিশ্বাস দ্রুতই এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে বাংলাদেশের ক্রিকেটাররা।

তিনি বলেন, 'বায়ো-বাবলে থেকে পারফর্ম করা খুবই কঠিন কারণ এর সঙ্গে মনস্তাত্ত্বিক কিছু ব্যাপার জরিত থাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই এটির সাথে মানিয়ে নিচ্ছে। আশা করছি সে আগামী ম্যাচগুলোতে আরও ভালো করবে।'

শরিফুলের প্রশংসা করে নান্নু বলেন, 'সব মিলিয়ে প্রত্যেকেই ভালো বোলিং করছে। শরিফুল শেষ ম্যাচে ভালো জায়গায় বল করেছে। আমরা কিছু তরুণ পেসারকে সুযোগ দিয়েছি। দেখা যাক তারা কেমন পারফর্ম করে।'