আইপিএল

ভিলিয়ার্স কেন ৬ নম্বরে, উত্তর খুঁজে পাচ্ছেন না রমিজ

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 11:45 শুক্রবার, 16 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্সকে ৬ নম্বরে নামানোর কড়া সমালোচনা করেছেন রমিজ রাজা। পাকিস্তানের এই সাবেক ওপেনার মনে করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হঠকারী সিদ্ধান্তে কারিগরি সমস্যা বেড়েই চলেছে।

আগের ম্যাচেই ৪ নম্বরে নেমে ৩৩ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বেঙ্গালুরুকে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ভিলিয়ার্স। এমন পারফরম্যান্সের পরও তাকে কেন ৬ নম্বরে নামানো হলো তার উত্তর খুঁজে পাচ্ছেন না রমিজ।

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, 'আরসিবির কারিগরি সমস্যা বাড়ছেই। সবচেয়ে বড় সমস্যা হলো তারা এবি ডি ভিলিয়ার্সকে ৬ নম্বরে পাঠিয়ে দিয়েছে। তার নিয়মিত পজিশনে খেলায়নি। শারজাহতে সে দুর্দান্ত ব্যাটিং করেছে। তার ব্যাটিংয়ের কারণেই আগের ম্যাচে জিতেছে তারা। সেদিন ৪ নম্বরে ব্যাট করেছিল ভিলিয়ার্স।'

ভিলিয়ার্সকে ৬ নম্বরে নামিয়ে দিয়ে ৪ নম্বরে ওয়াশিংটন সুন্দর এবং পাঁচে শিভম দুবেকে খেলিয়েছে বেঙ্গালুরু। দুজনই ব্যর্থ হয়েছেন। সুন্দর ১৪ বলে ১৩ এবং দুবে ১৯ বলে ২৩ রানের ইনিংস খেলেছেন। রমিজ মনে করেন এই সময় ৮ বলে ২০ রানের মতো ইনিংস খেলার উচিত ছিল।

পাকিস্তানের এই সাবেক ওপেনার বলেন, 'তো তাকে কেন পরে নামানো হলো? কেন তার ছন্দ, ফর্মের সুযোগ নেয়নি তারা? কেন তার জায়গায় ওয়াশিংটন সুন্দর, শিভম দুবেকে খেলানো হলো? তারাও ভালো করতে পারেনি। ওই জায়গায় ৮ বলে ২০ রানের ইনিংসের প্রয়োজন ছিল। তাদের পরিকল্পনা ছিল শেষ দিকে এসে ভিলিয়ার্স ছক্কা মারবে। সেটা পরিকল্পনা মতো হয়নি।'

বেঙ্গালুরু দলপতি বিরাট কোহলির ধীর ব্যাটিংয়েরও সমালোচনা করেছেন রমিজ। এই ম্যাচে ৩৯ বলে ৪৮ রানের ইনিংস খেলেছেন কোহলি। রমিজ মনে করেন এই সময় আরও মেরে খেলা প্রয়োজন ছিল তার। যদিও শেষ দিকে এসে ক্রিস মরিস ৮ বলে ২৫ রানের ইনিংস খেলে বেঙ্গালুরুকে ১৭১ রানের পুঁজি এনে দেন। এমন পুঁজি পেয়েও বেঙ্গালুরু ৮ উইকেটের ব্যবধানে ম্যাচ হেরেছে পাঞ্জাবের বিপক্ষে।

কোহলির ব্যাটিং নিয়ে রমিজ বলেন, 'বিরাট কোহলি ভালো ইনিংস খেলেছে তবে সেটা অনেক ধীর ছিল। যদিও কিংস ইলেভেন পাঞ্জাবের বোলাররা দারুণ বোলিং করেছে। আমার মনে হয় মিডল অর্ডারে যে ধারাবাহিকতা থাকা উচিৎ সেটা ছিল না। যদিও শেষ দিকে মরিস এসে চার-ছক্কা মেরে দলকে সম্মানজনক সংগ্রহে পৌঁছে দিয়েছেন। নাহলে তাদের ইনিংসে দেড়শোতেই শেষ হয়ে যেত।'