আইপিএল

বিশ্বকাপে আইপিএলের উইকেট থাকবে না, সতর্ক করে দিলেন ওয়ার্নার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:26 মঙ্গলবার, 23 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি আইপিএলে রান বন্যা বইয়ে দিচ্ছেন ব্যাটাররা। প্রায় সব ম্যাচেই দেখা যাচ্ছে বড় রান। সানরাইজার্স হায়দরাবাদ বেশ কয়েকটি ম্যাচে তিনশো রানের সম্ভাবনাও জাগিয়েছিল। ফলে বোঝাই যাচ্ছে কতটা বাজে সময় পার করতে হচ্ছে বোলারদের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্পূর্ণ ভিন্ন উইকেটে খেলতে হবে বলে ধারণা ডেভিড ওয়ার্নারের।

এবারের আইপিএলে ট্রাভিস হেড-হেনরিখ ক্লাসেনরাই তিনবার আড়াইশ ছাড়ানো ইনিংস দাঁড় করিয়েছেন। ভেঙেছেন আইপিএলের এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডও। আইপিএলের উইকেট ফ্ল্যাট হলেও যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের উইকেট হবে মন্থর ও স্পিন বান্ধব এমনটাই মনে করেন ওয়ার্নার।

তিনি বলেছেন, 'মন্থর ও টার্নিং থাকবে। উইকেট নিচু বাউন্সের ও মন্থর হবে। আমরা যখন ২০১০ সালে বিশ্বকাপ খেললাম তখনো উইকেট বড় রানের ছিলো না।'

ব্যাট হাতে এবারের আইপিএলে ভালো সময় যাচ্ছে না ওয়ার্নারের। মোটে ১৬৭ রান এসেছে তার ব্যাট থেকে। স্ট্রাইক রেট মাত্র ১৩৫.৭৭। এমন ব্যাটিংয়ের পরও ওয়ার্নার মনে করেন অস্ট্রেলিয়া দলে অ্যাঙ্করের ভূমিকায় কাউকে দরকার।

যে দায়িত্ব অস্ট্রেলিয়া দলের হয়ে লম্বা সময় পালন করেছেন মাইক হাসি। সাবেক এই ক্রিকেটারের উদাহরণ দিয়ে ওয়ার্নার বলেছেন, 'বিশ্বকাপে ভালো করতে অ্যাঙ্কর করার লোক দরকার। যেমন মাইক হাসি আমাদের জন্য কাজটা করে দিয়েছিলো।'

আইপিএলে বড় রান হওয়ার পেছনে বড় ভূমিকা আছে ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়ম ও ফ্ল্যাট উইকেটের। ওয়ার্নার অবশ্য মনে করেন বাউন্ডারির আকার আইপিএলে বড় রান হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিজের যুক্তি দিয়ে ওয়ার্নার বলেছেন, 'এখানে উইকেট খুব ভালো। খুবই ফ্ল্যাট, ভীষণ পোক্ত এবং খুবই বড় রানের। এবং আপনি যখন ছোট বাউন্ডারি দেখবেন। অনেক বড় রানের ম্যাচ হবে।'