আইপিএল

জয়ের মানসিকতায় মনোযোগ পাঞ্জাবের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:52 সোমবার, 05 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। রোববার রাতে চেন্নাই সুপার কিংসের কাছে তারা হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। এমন পারফরম্যান্স অব্যাহত থাকলে পাঞ্জাবের প্লে অফে খেলা নিয়ে শঙ্কা তৈরি হবে। 

যদিও এখনো প্লে-অফ খেলার আশা ছাড়েননি পাঞ্জাবের টিম ম্যানেজম্যান্ট ও ক্রিকেটাররা। দলটির অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মনদ্বীপ সিং মনে করেন প্লে-অফ খেলতে হলে জয়ের নেশাটা ধরে রাখতে হবে তাদের।

তিনি বলেন, 'আমাদের শুধু লড়াইয়ের মানসিকতা ধরে রাখতে হবে। আমার মনে হয় এটাই পাঞ্জাবের বিশেষত্ব। আশা করি আমরা লড়াইয়ের মানসিকতা ধরে রাখতে পারবো।আমাদের প্রতিটি ম্যাচ নিয়ে আলাদা ভাবে পরিকল্পনা করতে হবে এবং জয়ের জন্য লড়তে হবে।'

আইপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে আছে কিংস ইলেভেন পাঞ্জাব। এই পর্যায় থেকে প্লে-অফ খেলাটা যে কঠিন হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। মানদ্বীপ মনে করেন, বোলিংয়েই মূল সমস্যা তাদের। সেটাতে উন্নতি করতে পারলেই ভালো করা সম্ভব তার দলের। 

তিনি বলেন, 'এখান থেকে প্লে-অফ খেলা কঠিন। আমাদের নয় ম্যাচের অন্তত সাতটি ম্যাচ জিততে হবে। যা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। আমার মনে হয় বোলিংটাই আমাদের দুশ্চিন্তার কারণ। আশা করি আমরা বোলিংয়ে উন্নতি করতে পারবো এবং ভালো খেলতে পারবো।' 
  
পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুলও মনে করেন দলের সমস্যাটা তাদের জানা। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন 'এটা কোনো কল্প-বিজ্ঞান না। আমরা জানি কোথায় ভুল করছি।  কিন্তু সেটা ঠিক করতে পারছি না। আমাদের ট্রেনিংয়ে কঠোর পরিশ্রম করতে হবে এবং ভালোভাবে ফিরে আসতে হবে।'