বাংলাদেশ ক্রিকেট

গিবসন-কুক একাদশের হয়ে খেলবেন সৌম্য-মুশফিকরা

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:41 বৃহস্পতিবার, 01 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ঠিক ২০০ দিন পর আবারও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফিরছে প্রতিযোগীতামূলক ক্রিকেট। শুক্রবার (২ অক্টোবর) ২ দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন মুশফিকুর রহিম-সৌম্য সরকাররা।

এর আগে ১৬ মার্চ সর্বশেষ মাঠে নেমেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৯-২০ মৌসুমের প্রথম রাউন্ডের ম্যাচে ব্যাটে-বলের লড়াই করেছিলেন তারা। এই ম্যাচের জন্য দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

বাংলাদেশের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বোলিং কোচ ওটিস গিবসন একাদশ এবং ফিল্ডিং কোচ রায়ান কুক একাদশ নামে ভাগ করা হয়েছে। এই প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। এ ছাড়া এই ম্যাচে অংশ নিচ্ছেন না সদ্যই করোনামুক্ত হওয়া পেসার আবু জায়েদ রাহি।

নিজেদের মধ্যে দ্বিতীয় ম্যাচে টাইগার ক্রিকেটাররা মুখোমুখি হবেন আগামী মঙ্গলবার (৬ অক্টোবর)। আগামী ১৩ অক্টোবর থেকে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

এই ম্যাচগুলোতে আম্পায়ারের দায়িত্ব পালন করার জন্য ডাকা হয়েছে গাজী সোহেল, সাইফউদ্দিন বাবু এবং শফিউল জুয়েলকে। এই তিন আম্পায়ারকে জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে। তারা এখন অবস্থান করছেন বিসিবির একাডেমীতে।

ওটিস গিবসন একাদশ: মোহাম্মদ সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। 

রায়ান কুক একাদশ: ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ আল-আমিন হোসেন।