আইপিএল

গিলের সঙ্গে আরও ব্যাটিং করতে চান মরগান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:45 রবিবার, 27 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

সানরাইজার্স হায়দরাবাদের ছুঁড়ে দেয়া ১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫৩ রান তুলতেই তিন উইকেট নেই। আইপিএলে এমন অবস্থান থেকে যেকোনো দলেরই ম্যাচ হারার নজির আছে। যদিও অঘটন ঘটতে দেননি কলকাতা নাইট রাইডার্সের ওপেনার শুবমান গিল। ইয়ন মরগানকে সঙ্গে নিয়ে ৯২ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ম্যাচ শেষে গিলের প্রশংসা করলেন অভিজ্ঞ মরগান।

৬২ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৭০* রান করেন গিল। ২৯ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৪২* রান করেন মরগান। এই দুজনের ব্যাটে দুই ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা।

ম্যাচ শেষে স্টার স্পোর্টসকে মরগান বলেন, 'সত্যি বলতে আমার তাকে (গিল) তেমন কিছুই বলতে হয়নি। তার খেলা দেখাটা দারুণ ব্যাপার। তার ব্যাটের সুইং, দারুণ স্টাইল- সবমিলিয়ে সে দারুণ একটি ছেলে।

সে শেখার জন্য দারুণ আগ্রহী। আমি তার সঙ্গে আবারও ব্যাটিং করতে চাই। আমি মনে করি, সব ধরনের সফলতা তার প্রাপ্য।'

গিলের সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে জুটি না গড়লে ম্যাচটি ফসকে যেতে পারত, এমনটা মানছেন মরগানও। এছাড়া আসর যত সামনে এগিয়ে যাবে আরব আমিরাতের উইকেট ততই কঠিন হবে বলে মনে করছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক। 

তিনি আরও বলেন, 'আমরা যখন ব্যাটিংয়ে নামি, উইকেটে কিছুটা পরিবর্তন আসে। আসর যত সামনে এগিয়ে যাবে তত উইকেটে পরিবর্তন আসবে। প্রতিটি ম্যাচের সঙ্গেই আমাদের মানিয়ে নিতে হবে। গেম প্ল্যানে অটল থাকতে হবে। আশা করি এতে কাজ হবে।'